সামনেই কি বিয়ে শ্রদ্ধার? মুখ খুললেন বাবা শক্তি কাপুর
সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কপুর? এই প্রশ্নেই উত্তাল বলিউড।
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের পর বলিউড কি চাক্ষুষ করতে চলেছে আরও এক হেভিওয়েট বিয়ে? সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কপুর? এই প্রশ্নেই উত্তাল বলিউড। মুখ খুললেন বাবা শক্তি কাপুর।
গুঞ্জনের সূত্রপাত দিন কয়েক আগে। সম্প্রতি বিয়ে করেছেন বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার একরাশ সেলেব। বাদ জাননি শ্রদ্ধার ‘রিউমারড বয়ফ্রেন্ড’ রোহন শ্রেষ্ঠাও। বরুণ-নাতাশার বিয়ের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে রোহন শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁদের। পাল্টা বরুণ লেখেন, “ আশা করি তুমি তৈরি”। ব্যস, এর পরেই শুরু গুঞ্জন। নেটিজেনদের একাংশ ধরেই নেন, বিয়ে করছেন শ্রদ্ধা-রোহন।
View this post on Instagram
এর পরেই যাবতীয় জল্পনা কল্পনা পরিপ্রেক্ষিতে বাবা শক্তি কাপুরের বক্তব্য, “শুধু রোহনই কেন? শ্রদ্ধা যার নামই বলবে তাঁর সঙ্গেই বিয়ে দিতে প্রস্তুত আমি। আমার কোনও অবজেকশন নেই।“ রোহনের ব্যাপারে যদিও শক্তি কাপুরের বক্তব্য, “ও খুব ভাল ছেলে। শ্রদ্ধার ছোটবেলার বন্ধু। ছোট থেকেই আমাদের বাড়িতে যাতায়াত রয়েছে ওর। জানি না, সম্পর্কের ব্যাপারে ওরা কতটা সিরিয়াস।“
শক্তি কাপুর ‘না জানলেও’ ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মত বিগত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। লকডাউন খানিক শিথিল হতেই গত বছর জুন মাসে মুম্বইয়ের রাস্তায় বাইকে ঘুরতেও দেখা গিয়েছিল দুজনকে। রোহন পেশায় সেলিব্রিটি ফোটোগ্রাফার।
বিয়ের সানাই কবে বাজবে? এখন সেটাই দেখার।