AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জিতের ছবিতে শান্তনু যোগ, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ কী চমক দেবেন সুপারস্টার?

পরিচালক পথিকৃৎ অভিনেতা জিৎ কে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন পিরিয়ড ছবি ' কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবার এই ছবির সঙ্গে যুক্ত হলেন সুরকার শান্তনু মৈত্র প্রথমবার তিনি অভিনেতা জিৎ এর সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করবেন।

জিতের ছবিতে শান্তনু যোগ, 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' কী চমক দেবেন সুপারস্টার?
| Edited By: | Updated on: Aug 15, 2025 | 1:37 PM
Share

বাংলা সিনেমার ভাল সময় চলছে বলাই যায়, ভাল গল্প ভাল ভাবে তৈরি হলে দর্শক হল ভরিয়ে তা দেখতে আসে সে প্রমাণ পাওয়া গিয়েছে। এবার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম প্রাইম টাইমে সব বাংলা ছবিকে স্ক্রিনিং দিতেই হবে। বহু প্রযোজক পরিচালক নিজেদের ছবিকে তৈরি করার উৎসাহ পাচ্ছেন। পরিচালক পথিকৃৎ অভিনেতা জিৎ কে নিয়ে তৈরি করতে চলেছেন নতুন পিরিয়ড ছবি ‘ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবার এই ছবির সঙ্গে যুক্ত হলেন সুরকার শান্তনু মৈত্র। প্রথমবার তিনি অভিনেতা জিৎ এর সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করবেন।

১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে নির্মিত, “অনন্ত” একজন রহস্যময় এবং দক্ষ বয়স্ক ব্যক্তির যাত্রা অনুসরণ করে, যিনি একজন ডাকাত এবং একজন বিপ্লবী হিসেবে বিবেচিত হওয়ার মধ্যে দোদুল্যমান হন। গল্পটি অনন্তের জীবনকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে উন্মোচন করে, মাস্টারদা সূর্য সেনের নির্দেশনায় একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সম্পৃক্ততা প্রকাশ করে। স্বাধীনতার পর, সামাজিক দুর্নীতি এবং সাধারণ মানুষের শোষণের দ্বারা হতাশ হয়ে, তিনি বঞ্চিতদের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করার জন্য ব্যাংক ডাকাতি এবং শক্তিশালী ব্যক্তিত্বদের দিকে ঝুঁকে পড়েন। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে ও পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে। আখ্যানটি তার বর্তমান দিনের ডাকাতির সাথে তার করুণ অতীতকে মিশিয়ে দেয়, তার ত্যাগ, সহকর্মীদের হারানো এবং তারা যে আদর্শের জন্য লড়াই করেছিল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। অবশেষে, অনন্তের কর্মকাণ্ড ন্যায়বিচার এবং অপরাধের মধ্যে অস্পষ্ট রেখাকে প্রশ্নবিদ্ধ । এই গল্পকেই রূপ দেবেন পরিচালক পথিকৃৎ বসু। আর বিপ্লবীর চরিত্রে দেখা যাবে অভিনেতা জিৎকে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এই ছবিতেই দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে থাকবেন শান্তনু মৈত্র।

সঙ্গীত পরিচালক শান্তনু এর আগে সর্দার উধাম, ওয়াজির, পরিণীতা এবং মাদ্রাজ ক্যাফে–র মতো ছবি সঙ্গীত দিয়েছেন। এই ছবি গুলির সঙ্গীত দর্শকদের মনে অসম্ভব জোরালো ছাপ রেখে গিয়েছে । প্রতিটি মিউজিকই যেন কাহিনি, আবেগ এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের এক নিখুঁত মেলবন্ধন। বাংলায় এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলার আর এক সুপারস্টার জিৎ এর সঙ্গে কাজ করেছেন।

শান্তনু মৈত্রের কথায়, “বাংলা আমি প্রথমবারের মতো জিতের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। অনন্ত সিংহের চরিত্র গড়ে তুলতে যে নিষ্ঠা ও নিপুণতা তিনি বিনিয়োগ করছেন, তা সত্যিই অনুপ্রেরণা দেয়। আমি বিশ্বাস করি এই ছবি হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।”