AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাক্তন প্রেমিককে নিয়ে শেষ পোস্ট শেফালির! কী লিখেছিলেন ‘কাঁটা লাগা গার্ল’?

সালটা ২০০২। সেই সময় রিমিক্স অ্যালবামের ঝড় চলছে বিনোদন জগতে। ঠিক এরই মাঝে কাঁটা লাগা গানের রিমিক্সে তুফান তুললেন ধূসর চোখের মেয়ে শেফালি জরিওয়ালা।

প্রাক্তন প্রেমিককে নিয়ে শেষ পোস্ট শেফালির! কী লিখেছিলেন 'কাঁটা লাগা গার্ল'?
| Updated on: Jun 28, 2025 | 2:50 PM
Share

মৃত্যু যে আসন্ন তা কি আগে থেকেই বুঝতে পেরেছিলেন বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা? ঘনিষ্ঠরা বলছেন, বেশ কয়েকদিন ধরেই নাকি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এমনকী, বার বার নাম করতেন প্রিয় বন্ধু ও এক সময়ের প্রেমিক প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বার বার তাঁর কথায় ফুটে উঠত সিদ্ধার্থকে মিস করার কথা। যে সিদ্ধার্থও প্রয়াত হন হৃদরোগে। অল্প বয়সেই।

শুক্রবার রাতে শেফালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়, শেফালির এক্স হ্যান্ডেলের একটি পোস্ট। যা শেফালির এক্স হ্য়ান্ডেলের শেষ পোস্ট। যেখানে দেখা গিয়েছে, সিদ্ধার্থ শুক্লাকে আলিঙ্গন করে রয়েছেন শেফালি। আর ক্যাপশনে লিখলেন, তোমাকে বড্ড মনে পড়ছে…

সালটা ২০০২। সেই সময় রিমিক্স অ্যালবামের ঝড় চলছে বিনোদন জগতে। ঠিক এরই মাঝে কাঁটা লাগা গানের রিমিক্সে তুফান তুললেন ধূসর চোখের মেয়ে শেফালি জরিওয়ালা। ছিপছিপে শরীরে, তাঁর আদব-কায়দা পুরুষ হৃদয়ে উষ্ণতা ভরিয়ে দিয়েছিল। আর সুন্দরী শেফালি রাতারাতি স্পটলাইটে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সোজা বলিউডে এন্ট্রি। অক্ষয় কুমার ও সলমনের সঙ্গে করলেন মুঝসে শাদি করোগি ছবি। শুধু ছবি নয়, শেফালিও সুপারহিট। তারপর টুকটাক কয়েকটি হিন্দি ছবিতে দেখা গেলেও, শেফালি জনপ্রিয়তা পেলেন মূলত মিউজিক অ্যালবাম ও রিয়ালিটি শোয়ের অংশ হয়েই। বুগি উগি, নাচ বলিয়ে এবং বিগ বসে এসে নজর কাড়লেন তিনি।

২০০৪ সালে প্রথম বিয়ে হয় শেফালির। পাত্র পাঞ্জাবি গায়ক হরমিত সিং। নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকত তাঁদের। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালে ডিভোর্স। তারপর শেফালি মন দিলেন ব্যবসায়ী পরাগকে। সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই পরাগকে সঙ্গে নিয়ে নানা ছবি পোস্ট করতেন শেফালি। সেই পরাগই শুক্রবার অসুস্থ শেফালিকে নিয়ে আসেন হাসপাতালে। সেখানেই শেফালিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে। শেফালির অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা দেশ।