অবশেষে হাসপাতাল থেকে ফিরলেন শিবপ্রসাদ, তবে শুটিং এখনও বন্ধই

Shiboprosad Mukherjee: পরিচালক জানিয়েছেন, শারীরিক কারণেই আপাতত কয়েক দিন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যোগ করেছেন, "আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।"

অবশেষে হাসপাতাল থেকে ফিরলেন শিবপ্রসাদ, তবে শুটিং এখনও বন্ধই
অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 7:47 PM

দিন কয়েক আগেই আগামী ছবি ‘বহুরূপী’র সেটে চরম দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। অবশেষে স্বস্তি। বাড়ি ফিরলেন পরিচালক। এ প্রসঙ্গে এ দিন সোমবার নিজের সামাজিক মাধ্যম থেকে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন, “শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল-এর অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো।”

তবে পরিচালক জানিয়েছেন, শারীরিক কারণেই আপাতত কয়েক দিন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যোগ করেছেন, “আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।”

কীভাবে চোট লেগেছিল তাঁর? বৃহস্পতিবার মারামারির এক সিন চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার সময়ই কোমরে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি নিয়ে এর আগে মুখ খুলেছিলেন শিবপ্রসাদ। জানিয়েছিলেন, কেরিয়ারে হাইবাজেট ছবি হতে চলেছে এই ছবি। ৪০ দিন ধরে হবে শুটিং।দিন কয়েক আগে অরিন্দম শীলের মিতিনমাসি ফ্র্যাঞ্চাইজির একটি ছবির শুট করতে গিয়ে ব্যথা পান কোয়েল মল্লিক। তাঁকেও ভর্তি করতে হয় হাসপাতালে। আপাতত তাঁরও শুটিং বন্ধ। তবে আগের থেকে ভাল আছেন দু’জনেই। ক্রমে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ওঁরা।