Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধুর বউকে বিয়ে শোয়েবের! হাতেনাতে ‘প্রমাণ’ পেতেই তুমুল সমালোচনা

সানার প্রাক্তন স্বামীর নাম উমর জয়সাল। তিনি পাকিস্তানের একজন খ্যাতনামা গায়ক। ২০২০ সালে তাঁকেই বিয়ে করেছিলেন সানা। কিন্তু বছর যেতে না যেতেই শুরু হয় শোয়েবের সঙ্গে 'পরকীয়া'।

বন্ধুর বউকে বিয়ে শোয়েবের! হাতেনাতে 'প্রমাণ' পেতেই তুমুল সমালোচনা
সানার প্রাক্তন স্বামী শোয়েবের বন্ধু!
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 9:50 PM

পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে সম্প্রতি বিয়ে করেছেন পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। এটি তাঁর তৃতীয় বিয়ে। প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর সানাকে বিয়ে করেছেন শোয়েব। সানা আগেও বিয়ে করেছিলেন! তাঁর প্রাক্তন স্বামী নতুন স্বামীর বন্ধু! ‘প্রমাণ’ খুঁজে পেয়েই দুই রাষ্ট্রেই শুরু তুলোধনা। শুধু কি তাই? বাংলার নেটিজেনদের একটা বড় অংশ ছাড় দিলেন না পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায় ও পিয়া চক্রবর্তীকেও!

সানার প্রাক্তন স্বামীর নাম উমর জয়সাল। তিনি পাকিস্তানের একজন খ্যাতনামা গায়ক। ২০২০ সালে তাঁকেই বিয়ে করেছিলেন সানা। কিন্তু বছর যেতে না যেতেই শুরু হয় শোয়েবের সঙ্গে ‘পরকীয়া’। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। পরিণতি দু’জনের বিচ্ছেদ ও নতুন করে জীবন শুরু। ২০২৩ সালে সানার জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন শোয়েব। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে সানার সঙ্গে সঙ্গে তিনি ট্যাগ করেছিলেন তাঁর সে সময়ের স্বামী উমরকেও। নেটিজেনদের বক্তব্য, “পরিচিত ছিলেন বলেই তো ট্যাগ করেছিলেন। এ তো পিছন থেকে ছুরি। বন্ধুর স্ত্রীকে বিবাহ! ছিঃ।”

যদিও সানা ও শোয়েব এই নিয়ে মন্তব্য করেননি। শোনা যাচ্ছে, শোয়েবের এই তৃতীয় বিয়েতে সায় ছিল না ক্রিকেটারের পরিবারের। এমনকি শোয়েবের বোনও সানিয়ার পাশেই। জানিয়েছেন, দাদার পরকীয়ার ক্লান্ত হয়ে পড়ছিলেন প্রাক্তন বৌদি। অন্যদিকে সানিয়াও তাঁর বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি এযাবৎ। শুধু এক বিবৃতির মধ্যে দিয়ে ভক্তদের জানিয়েছেন, এই সময়টা তাঁকে যেন তাঁর মতো থাকতে দেওয়া হয়। সানিয়ার সিদ্ধান্তকে সমান্না জানিয়েছেন সাধারণ। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাচ্ছেন না শোয়েব ও সানা।