‘ছোট চুলের মেয়ে দেখলেই বাবা…’, বিতর্কের মধ্যেই এ কী বললেন শ্বেতা!
এই মুহূর্তে বচ্চন পরিবার নিয়ে চলছে জোরদার আলোচনা। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে নাকি সম্পর্ক একেবারেই ভাল নেই।

নভ্যা নভেলি নন্দাকে চেনেন? সম্পর্কে তিনি অমিতাভ বচ্চনের আদরের নাতনি। মাঝেমধ্যেই মা শ্বেতা বচ্চন ও দিদিমা জয়া বচ্চনকে নিয়ে এক পডকাস্ট করেন তিনি। সেখানেই সম্প্রতি বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন মেয়ে শ্বেতা যা নিয়ে এখন হচ্ছে তুমুল নিন্দে। বাবাকে নিয়ে কী এমন বলেছেন তিনি, যে হচ্ছে আলোচনা?
শ্বেতা জানিয়েছেন, ছোট চুল একেবারেই পছন্দ করতেন না তাঁর বাবা। বাড়ির মেয়েরা ছোট চুল রাখলে ভীষণ রেগে যেতেন তিনি। মায়ের কথায় সম্মতি জানিয়েছেন নভ্যাও। তিনিও বলেন, ‘হ্যাঁ আমাকেও বেশ বকা দিয়েছিলেন।” অমিতাভের আর এক অভ্যাস নিয়েও মুখ খুলেছেন জয়া। বাচ্চাদের নাকি ছোটবেলার শুধুই সর্ষের তেল মাখাতে বলতেন তিনি। ওদিকে জয়ার তা ছিল একেবারেই অপছন্দ। জয়ার কথায়, “আসলে উত্তর প্রদেশের মানুষ তো। অভ্যাস কোথায় যাবে?”
এই মুহূর্তে বচ্চন পরিবার নিয়ে চলছে জোরদার আলোচনা। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে নাকি সম্পর্ক একেবারেই ভাল নেই। এও শোনা যাচ্ছে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্যা। যদিও তাঁরা এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি ওঁরা।
