দঃ ২৪ পরগণার ফার্মহাউজে বিয়ে শোভন-সোহিনীর, এক দিনে খরচ কত হল? জানালেন ম্যানেজার
শোভন-সোহিনী দু'জনেই তারকা। তাঁদের পছন্দকরা ফার্মহাউজটি কি মধ্যবিত্তের নাগালেন মধ্যে? কত লাগে প্রতি দিন? আমআদমির সাধ্যে কি কুলোবে? এই একগুচ্ছ প্রশ্ন নিয়েই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল হাউজটির ম্যানেজার অর্ক চক্রবর্তীর সঙ্গে। খাবার থেকে ঘরের দাম, সুইমিং পুল থেকে কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট-- ফার্মহাউজটি নিয়ে একগুচ্ছ আপডেট শেয়ার করলেন অর্ক।
বিহঙ্গী বিশ্বাস
গ্রামের নাম ‘বাওয়ালি’। তারাতলা থেকে প্রায় ২৫ কিলোমিটার। নিকটবর্তী বড় রেলস্টেশন বলতে বজবজ। ওই বাওয়ালি গ্রামের বেশ কয়েক একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে ‘বাওয়ালি ফার্মহাউজ’। হঠাৎ করেই এই ফার্মহাউজ নিয়ে লোকের উৎসাহ বাড়ছে। সৌজন্যে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। চেয়েছিলেন শহুরে ব্যস্ততা ছেড়ে একান্তে নিজেদের জীবনের বিশেষ দিনটি পালন করবেন। আর এই সেলিব্রেশনের জন্য ওঁরা বেছে নিয়েছিলেন এই ফার্মহাউজটি। অতিথি সংখ্যা খুব একটা মন্দ হয়নি। ওদিকে প্রকৃতির কোলে খাঁটি বাঙালি খাবার সহযোগে জমে গিয়েছিল অনুষ্ঠান। শোভন-সোহিনী দু’জনেই তারকা। তাঁদের পছন্দকরা ফার্মহাউজটি কি মধ্যবিত্তের নাগালেন মধ্যে? কত লাগে প্রতি দিন? আমআদমির সাধ্যে কি কুলোবে? এই একগুচ্ছ প্রশ্ন নিয়েই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল হাউজটির ম্যানেজার অর্ক চক্রবর্তীর সঙ্গে। খাবার থেকে ঘরের দাম, সুইমিং পুল থেকে কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট– ফার্মহাউজটি নিয়ে একগুচ্ছ আপডেট শেয়ার করলেন অর্ক।
অর্ক জানালেন বুকিংয়ের পদ্ধতি দুই ধরনের। আপনি চাইলে একটি ঘরও বুক করতে পারেন। আবার পুরো প্রপার্টিও নিতে পারেন কোনও বড় অনুষ্ঠানের জন্য। তাঁর কথায়, “ম্যামেরা (সোহিনী) গোটাটাই বুক করেছিলেন। ৩৫টি রুম, সুইমিং পুল সহ গোটাটাই।” খরচা কেমন? জানা গেল, একটি রুমের জন্য দিন প্রতি ৩৩০০ টাকা। এর মধ্যে জিএসটি ও কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট কিন্তু ধরা আছে। আর গোটাটি নিতে গেলে? ম্যানেজারের কথায়, “গোটা নিতে গেলে আমাদের ভাড়া ২ লক্ষ ৮০ হাজার টাকা। তবে খাবার কিন্তু এর মধ্যে ধরা থাকে না। খাবার আমাদের থেকেই নিতে হয়। বাইরের খাবার বারণ। ওই দুই লক্ষ ৮০ হাজারের মধ্যে ৩১টি রুম, দু’টো লন আর সুইমিং পুলও কিন্তু রয়েছে।”
যদি গোটা রাত ধরে উদযাপনের পরিকল্পনা থাকে তবে ১০০ জন থাকার অনুমতি রয়েছে সেখানে। আর ফ্লোটিং গেস্ট অর্থাৎ যারা রাত্রিবাস করবেন না, শুধু অনুষ্ঠানে যোগ দেবেন, সে ক্ষেত্রে প্রায় ৬০০ জনকে আসার অনুমতি দেয় ওই ফার্মহাউজ। তাঁদের রয়েছে নিজস্ব ফার্ম ও পোল্ট্রিও। একমাত্র পাঠার মাংস ছাড়া বাকি সবই নিজেদের ফার্ম থেকেই রান্না হয় বলে দাবি তাঁদের। শোভন-সোহিনীর বিয়ের খাবার নিয়ে বেশ প্রশংসা হয়েছে। একেবারে বাঙালিয়ানায় ভরা ছিল সেই খাবার। সৌজন্যে সেই ফার্মহাউজ। দুই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের অনেক চেনামুখ। সুইমিং পুলে অবসর যাপনে ছবিও সামনে এসেছে। সামনেই বিয়ের মরসুম, কী ভাবছেন? মধ্যবিত্তের নাগালের মধ্যে শহর থেকে অনেক দূরে এই জায়গাকেই বেছে নেবেন ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভ্যেনু হিসেবে? আইডিয়া কিন্তু মন্দ নয়।