‘কোথা থেকে পান…’, একের পর এক বিদেশ ভ্রমণ সোহিনীর, ছবি দেখেই শুরু কটাক্ষ
Sohini Guha Roy: সদ্য গোয়া থেকে ফিরেছেন অভিনেত্রী। ২০২৪ সালের দুর্গাপুজোর সময়ই গিয়েছিলেন মালদ্বীপে। আবারও নায়িকা ফ্রেমবন্দি কলকাতা বিমানবন্দরের বাইরে। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী গুহ রায়ের। কিছু দিন আগে তাঁর এই ঘুরতে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল।
সদ্য গোয়া থেকে ফিরেছেন অভিনেত্রী। ২০২৪ সালের দুর্গাপুজোর সময়ই গিয়েছিলেন মালদ্বীপে। আবারও নায়িকা ফ্রেমবন্দি কলকাতা বিমানবন্দরের বাইরে। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী গুহ রায়ের। কিছু দিন আগে তাঁর এই ঘুরতে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তিনি কোথা থেকে এত টাকা পাচ্ছেন যে এত ঘন ঘন দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন। আবারও নায়িকার নতুন ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন। মধ্যরাতের ফ্লাইটে দুবাই পাড়ি দিয়েছেন নায়িকা। ‘কোল্ডপ্লে কনসার্ট’ শুনতেই দুবাই যাওয়া অভিনেত্রী। চুপি চুপি কাউকে না জানিয়েই শহর ছাড়বেন ভেবেছিলেন। কিন্তু তেমনটা হল না। আর তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সকলের প্রশ্ন, “এত টাকা পাচ্ছেন কোথা থেকে?”
আবার কারও মন্তব্য,”সিরিয়াল তো হিটও করেনি তার পর এত খরচ করেন কী করে?” আবার এক জন তাঁর ব্যক্তিগত জীবন, ডিভোর্স প্রসঙ্গে খোঁচা দিতেও ছাড়েননি। কয়েক দিন আগে কালো বিকিনি পরার জন্য নানা ধরনের নেতিবাচক মন্তব্য় শুনতে হয়েছিল সোহিনীকে। কটাক্ষকারীদের উচিত জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবারেও মুখ বন্ধ রাখলেন না কেউ। ধেয়ে এল একের পর এক কুমন্তব্য।
View this post on Instagram
আগে কটাক্ষের উত্তর দিতে গিয়ে সোহিনী বলেছিলেন, “কী আর করা যাবে! বিচে কী পরব বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। যা বলার বলবে, আমার কিচ্ছু বলার নেই এটা নিয়ে। আর যারা ভালো ভালো কমেন্ট করেছ, তাঁদের জন্য ধন্যবাদ। আমি বিচে গেলে এটাই পরব। যেটা আমি পরি। শাড়ি আমি পরব না।” শোনা গিয়েছিল ডিভোর্স ফাইল করার সময় নাকি স্বামী কল্লোলের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেছেন নায়িকা। যদিও সেই সব ধোঁয়াশা অভিনেত্রী নিজেই মেটান।
এ প্রসঙ্গে সোহিনী বলেছিলেন, “এটা আমি আগে বলিনি। এটা সত্যি কথা যে অনেক দিন ধরে আমরা আলাদা আছি। ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। যে যেখানে থাকুক ভাল থাকুক এটাই চাইব। তবে এক কোটি টাকা খোরপোশের খবরটা সম্পূর্ণ ভুয়ো। বরং আমার এই কথাটা শুনে বেশ হাসিই পাচ্ছে। বেশ অনেক দিন হল আমি মা-বাবার সঙ্গে টালিগঞ্জে থাকি। তবে বাকি যা রটছে সবটাই ভুয়ো কথা।” ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ডিভোর্সের গুঞ্জন শোনা যায়। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কল্লোলকে আনফলো করেছেন সোহিনী, মুছে দিয়েছেন একান্তে কাটানো মুহূর্তও।