আলিয়া কোভিড পজিটিভ, করোনা নিয়ে ‘কাব্য’ করলেন মা সোনি রাজদান

সদ্যই বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান সোশ্যাল মিডিয়ায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তাঁর প্রকাশ-ভঙ্গি একেবারেই আলাদা। করোনা নিয়ে লিখতে গিয়ে তাঁর লেখায় কাব্য ফুটে উঠেছে।

আলিয়া কোভিড পজিটিভ, করোনা নিয়ে ‘কাব্য’ করলেন মা সোনি রাজদান
মা-মেয়ে
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 12:46 PM

বলিউড এখন করোনাময়। তারকারা এক এক করে সবাই করোনা-আক্রান্ত হচ্ছেন। আমির খান থেকে শুরু করে কার্তিক আরিয়ান সকলেই এখন কোভিড পজিটিভ। এই লিস্টে নতুন করে নাম লেখালেন আলিয়া ভাট। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বাড়িতে নিজেকে ‘কোয়ারেন্টাইন’-এ রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের জানিয়েছেন তিনি ভাল আছেন। কিন্তু মায়ের মনে উচাটান কমে না। মেয়ে করোনা আক্রান্ত হওয়ায় মা সোনি রাজদান চিন্তিত। সারা দেশের করোনা পরিস্থিতি তাঁকে ভাবাচ্ছে।

সদ্যই বর্ষীয়ান এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তাঁর প্রকাশ-ভঙ্গি একেবারেই আলাদা। করোনা নিয়ে লিখতে গিয়ে তাঁর লেখায় কাব্য ফুটে উঠেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটা কোনও সাধারণ ঢেউ নয়, এই ঢেউ সব জায়গায় আছড়ে পড়েছে। আমাদের বাড়িতে, আমাদের চুলে। আমি সত্যি ভীত। এটা কোনও সাধারণ ঢেউ নয়, এই ঢেউ সব জায়গায় আছড়ে পড়েছে। জানি না এরজন্য আমাদের কতটা মূল্য দিতে হবে… কীভাবে নিজেদের সুরক্ষায় রাখব…. সব জায়গায় আছড়ে পড়েছে, সব জায়গায়।”

আরও পড়ুন: মারাত্মক ব্যথায় ভুগছেন ফাতিমা, হারিয়ে ফেলছেন একের পর এক অনুভূতি!

বলিউডে করোনা সমক্রমণের পাশাপাশি কোভিড টিকাকরণও চলছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে মালাইকা আরোরা, অনুপম খের, রোকেশ রোশন, সলমন খান, সইফ আলি খান অনেকেই ভ্যাকসিন নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আলিয়া ভাটের ‘বয়ফ্রেন্ড’ রণবীর কাপুর সদ্যই করোনা-মুক্ত হয়েছেন। রণবীর এবং আলিয়া দু’জনেই ‘ব্রহ্মাস্ত্র’-এর ডাবিং করতে গিয়েছিলেন। সেইদিন রাতেই আলিয়া করোনা আক্রান্ত হন। স্বাভাবিকভাবেই ‘ব্রহ্মাস্ত্র’-এর কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে।