‘ঠিক এই কারণেই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে…’, মঞ্চে গান থামিয়ে গর্জে উঠলেন সোনু নিগম!
বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। আচমকাই মঞ্চে দাঁড়িয়ে পহেলগাঁও প্রসঙ্গ টেনে আনায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন সোনু নিগমকে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। আচমকাই মঞ্চে দাঁড়িয়ে পহেলগাঁও প্রসঙ্গ টেনে আনায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন সোনু নিগমকে।
ঠিক কী ঘটেছে?
সোশাল মিডিয়ায় সোনু নিগমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর অনুষ্ঠানে এক শ্রোতা বার বার সোনুকে একটা কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করছেন। ঠিক সেই সময়ই গান থামিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন সোনু। শ্রোতাকে স্পষ্ট বললেন, এই ধরনের অনুরোধ আমার একদম ভাল লাগে না। এই শ্রোতার যা বয়স, তার থেকেও বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই শ্রোতা খুব খারাপভাবে আমাকে অনুরোধ করছে।
এরপরই পহেলগাঁও প্রসঙ্গ টেনে আনেন সোনু। তিনি বলেন, ঠিক এই ধরনের আচরণের জন্য পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে!
সোশাল মিডিয়ায় সোনুর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন তোলেন কন্নড় গানের সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনা কীভাবে এক হয়ে যায়! অনেকের মতে, সোনুর এই মন্তব্য কন্নড় ভাষার প্রতি আক্রমণ ও কন্নড় ভাষাকে অপমান। তবে বিতর্ক ছড়ালেও, সোনু এসব নিয়ে এখনও মুখ খোলেননি।
