Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঊর্মিলার জন্যই বিয়ে ভেঙেছিল রামগোপাল বর্মার! কী করেছিলেন পরিচালক?

'রঙ্গিলা' ছবিতে কাজ করতে গিয়ে ১৯৯৫ সালে তাঁদের আলাপ। কথা হচ্ছে অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং পরিচালক রাম গোপাল বর্মার। আমির খানের বিপরীতে কাস্ট করা হয়ে উর্মিলাকে এবং সেই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার আসে নায়িকার ঝুলিতে ।

ঊর্মিলার জন্যই বিয়ে ভেঙেছিল রামগোপাল বর্মার! কী করেছিলেন পরিচালক?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 6:21 PM

‘রঙ্গিলা’ ছবিতে কাজ করতে গিয়ে ১৯৯৫ সালে তাঁদের আলাপ। কথা হচ্ছে অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং পরিচালক রাম গোপাল বর্মার। আমির খানের বিপরীতে কাস্ট করা হয়ে উর্মিলাকে এবং সেই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার আসে নায়িকার ঝুলিতে । সেই থেকে উর্মিলা-রাম গোলাপের মধ্যে তৈরি হয় এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। পরপর ছবিতে ঊর্মিলাকেই কাস্ট করতে থাকেন রামগোপাল। ‘মাস্ত’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’র মতো ছবিতে রামগোপাল বর্মার নির্দেশনায় অভিনয় করেন অভিনেত্রী। ক্রমেই সুসম্পর্ক গভীর বন্ধুত্বের আকার নেয় এবং ধীরে-ধীরে সেই বন্ধুত্বই নাকি পরিণত হয় প্রেমে। সেই সময় রামগোলাপ বিবাহিত। গোছানো সংসার তাঁর। প্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয়টি সামনে আসতেই টলমাটাল পরিস্থিতি তৈরি হতে থাকে রামগোপালের।

১৯৯৬ সালের ঘটনা সেটি। প্রায় ২৮ বছর আগের কথা। রামগোপালের কারণে বহু বিতর্কে জড়িয়েছিলেন উর্মিলা। রামগোপাল তাঁর স্ত্রী রত্নার সঙ্গে নাকি আলাদা থাকতে শুরু করেছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রীর সঙ্গে রামগোলাপের বিচ্ছেদপর্বও শুরু হয়েছিল। সেই সময়ই নাকি উর্মিলাকে বেঙ্গালুরুতে একটি রাজকীয় ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রামগোপাল। সেই ফ্ল্যাটে নাকি একসঙ্গে রাতযাপন করতেন উর্মিলা-রামগোলাপ। কিন্তু এ সবই এখন অতীত। ২৮ বছর আগেকার ঘটনাকে কেউ মনে রাখেনি। পরবর্তীতে পথ আলাদা হয় উর্মিলা-রামগোলাপের। নিজ-নিজ জীবনে এগিয়ে গিয়েছেন তাঁরা। ২০১৬ সালে মোহসিন আখতার মীরকে বিয়ে করে সংসার পেতেছেন উর্মিলা। রামগোপাল আর বিয়েই করেননি কাউকে।