‘ছোট বউমাকে পেতেই…’, শ্লোকা নয় রাধিকাই বেশি প্রিয় নীতা অম্বানির কাছে?

জুলাই মাসে ধুমধাম করে ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে দিয়েছেন নীতা অম্বানি এবং মুকেশ অম্বানি। দুই পর্বে প্রি-ওয়েডিং অনুষ্ঠানের পর প্রায় একসপ্তাহের বেশি দিন ধরে চলেছিল রাধিকা মার্চেন্ট এবং অনন্তের বিয়ে। তার পর বিদেশে অনেকবারই ফ্রেমবন্দি হয়েছে অম্বানি পরিবার। একসঙ্গে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন তাঁরা।

'ছোট বউমাকে পেতেই...', শ্লোকা নয় রাধিকাই বেশি প্রিয় নীতা অম্বানির কাছে?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 3:29 PM

জুলাই মাসে ধুমধাম করে ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে দিয়েছেন নীতা অম্বানি এবং মুকেশ অম্বানি। দুই পর্বে প্রি-ওয়েডিং অনুষ্ঠানের পর প্রায় একসপ্তাহের বেশি দিন ধরে চলেছিল রাধিকা মার্চেন্ট এবং অনন্তের বিয়ে। তার পর বিদেশে অনেকবারই ফ্রেমবন্দি হয়েছে অম্বানি পরিবার। একসঙ্গে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন তাঁরা। কিছু দিন আগে বড় করে ছোট বউমার জন্মদিন আয়োজন করেছিলেন তাঁরা। রাধিকার জন্মদিনে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু নানা জল্পনা। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে যে ভাসুর আকাশ অম্বানিকে যত্ন করে জন্মদিনের কেক খাওয়াতে গিয়েছিলেন রাধিকা। কিন্তু মুখ সরিয়ে নেন আকাশ। ব্যস তার পর থেকেই শুরু হয় আলোচনা।

কিছু দিন আগে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে অম্বানি পরিবারের মেয়ে, বৌমাদের ভিডিয়ো। যেখানে পাপারাজ্জিদের সামনে পোজ দিতে দেখা যায় নীতা অম্বানি, ইশা অম্বানি, শ্লোকা মেহতা এবং রাধিকা মার্চেন্টকে। সঙ্গে ছিলেন বড় ছেলে আকাশ অম্বানিও। সেই ভিডিয়োতেই দেখা যায় ছোট বউমার হাত ধরে আগলে দাঁড়িয়ে রয়েছেন নীতু। এ দিনে বড় বৌমা শ্লোকাক সেভাবে কোনও গুরুত্বই দিচ্ছেন না। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকের মনে প্রশ্ন , “ছোট বউমা রাধিকা আসতেই শ্লোকাকে ভুললেন নীতা?” না কোনও জল্পনাতেই কোনও উত্তর দেননি তাঁরা।

উল্লেখ্য, তাঁরে প্রসাধনী সংস্থা টিরার একটি অনুষ্ঠানে এমনই একটা দৃশ্য লক্ষ করেছিলেন অনেকে। উপস্থিত হয়েছিলেন বলিপাড়ার তারকারা। বড় বউমা শ্লোকার হাত ধরে এসেছিলেন নীতা। মেয়ে ইশা অম্বানিকেও দেখা গিয়েছিল মায়ের আর এক পাশে। কিন্তু এ দিন দেখা যায়নি ছোট বউমা রাধিকাকে। তার পর থেকেই আলোচনা তুঙ্গে। মাঝে শোনা গিয়েছিল তিনি নাকি অন্ত্বঃসত্ত্বা। কিন্তু সেই তথ্য যে সত্য নয় সে কথাও জানানো হয়েছে। তাহলে এই অনুষ্ঠানে কেন দেখা গেল না রাধিকাকে। এই অনুষ্ঠানে রাধিকার অনুপস্থিতি কি আভাস দিচ্ছে অম্বানি পরিবারের ভাঙন? সেই প্রশ্ন নতুন বছরেও অব্যহত।