Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ভিড়ে ঠেলাঠেলি, মেজাজ হারিয়ে মার শ্রাবন্তীর, নেটপাড়ায় শোরগোল

Srabanti Chatterjee: এক অনুষ্ঠানে গিয়ে বিপত্তিতে পড়তে হল জনপ্রিয় নায়িকাকে। ভিড়ের মাঝে শ্রাবন্তীকে গাড়ি থেকে নামিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়াই হয়ে উঠেছিল সমস্যার। চারিদিক থেকে অনুরাগীরা প্রায় ছেঁকে ধরল তাঁকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরলেও নিস্তার মিলছিল না।

Viral Video: ভিড়ে ঠেলাঠেলি, মেজাজ হারিয়ে মার শ্রাবন্তীর, নেটপাড়ায় শোরগোল
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 6:59 PM

মাঝে মধ্যেই নানা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় সেলিব্রিটিদের। অনুরাগীদের মাঝে বিপুল পরিমাণ নিরাপত্ত রক্ষীর কী প্রয়োজন? এই প্রশ্ন একাধিকবার উঠলেও, নানা পরিস্থিতি প্রমাণ করে দেয়, ভিড়ের মাঝে মোটেও তাঁরা নিরাপদ নন। এবার সেই একই ঘটন ঘটে গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি নানান কাজে তাঁরা বছরভর ব্যস্ত থাকেন। বিজ্ঞাপনে কাজ করা থেকে শুরু করে নানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে হাজির হওয়া, সাধারণ মানুষের সঙ্গে দেখা করা, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। আর সেই তালিকায় থাকা অন্যতম অনুষ্ঠান হল রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষদের আনন্দ দেওয়া। নাচ-গান-সংলাপে মানুষের মনোরঞ্জন করা।

তেমনই এক অনুষ্ঠানে গিয়ে বিপত্তিতে পড়তে হল জনপ্রিয় নায়িকাকে। ভিড়ের মাঝে শ্রাবন্তীকে গাড়ি থেকে নামিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়াই হয়ে উঠেছিল সমস্যার। চারিদিক থেকে অনুরাগীরা প্রায় ছেঁকে ধরল তাঁকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরলেও নিস্তার মিলছিল না। সেই ভিড়ের মাঝেই নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছিলেন শ্রাবন্তী। তবে তারই মাঝে তাঁকে অশ্লীলভাবে স্পর্শের চেষ্টা, বিষয়টা সহ্য করতে না পেরেই মেজাজ হারিয়ে মারতে ছোটেন নায়িকা। যদিও তাঁকে সামলে নিয়ে মঞ্চে ওঠা হয়।

সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। কোথায় এই ঘটনা ঘটেছে তা সামনে না এলেও এই ঘটনায় নেটপাড়ায় ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।