‘শুধু যন্ত্রণাই দিতে পারি…’ কী হয়েছে শ্রীলেখার?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 18, 2020 | 12:47 PM

এই মুহূর্তে তাঁর হাতে কোনও কাজ নেই। এরও নির্দিষ্ট ব্যখ্যা রয়েছে শ্রীলেখার কাছে।

‘শুধু যন্ত্রণাই দিতে পারি...’ কী হয়েছে শ্রীলেখার?
শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলার মানুষ তিনি। তার জন্য কখনও কখনও ধাক্কা খেতে হয় বটে। তবুও নিজের শর্তে জীবন বাঁচেন।

সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে কথা বলার সরাসরি এই মাধ্যম তিনি চুটিয়ে ব্যবহার করেন। ছবি হোক বা ভিডিও কখনও ভাল কমেন্ট আসে, কখনও বা খারাপ। সদ্য তাঁর একটি ছবিতে নেট নাগরিকদের তরফে এমন দুই ধরনের মন্তব্যই এসেছে।

ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, ‘শুধু যন্ত্রণাই দিতে পারি…।’ এর অর্থ জানতে শ্রীলেখাকে ফোন করা হলে তিনি বলেন, “আমার মনের বয়স তো হয়নি। সেজন্য লাফাতে থাকি। মাঝে মাঝে জানান দেয়, ওরে বয়স হয়েছে (হাসি)। আমি খুব জিম করি। জিম করলে গাঁটে ব্যথা হয়। তিনদিন আগে জিম করতে গিয়েই কোমরে হ্যাঁচকা টান লেগেছে। ওষুধ চলছে। অনলাইনে ভিডিও কলে চিকিৎসক দেখছেন।”

ছবির ক্যাপশন শুধু এইটুকুতেই শেষ হয়নি। এরপরও বন্ধনীর মধ্যে শ্রীলেখা লিখেছেন, ‘ইন দ্য মিশনারি পজিশন।’ এর অর্থ? শ্রীলেখা হেসে জবাব দিলেন, “নির্ভেজাল রসবোধ থেকে দুষ্টুমি। আমি সময়ের আগে জন্মেছি। কেউ বুঝল না।”

আরও পড়ুন, নেপথ্যের কারিগররা কি আড়ালেই থাকবেন? হেয়ার স্টাইলিস্টের মৃত্যুতে ফের উঠল প্রশ্ন

এই মুহূর্তে তাঁর হাতে কোনও কাজ নেই। এরও নির্দিষ্ট ব্যখ্যা রয়েছে অভিনেত্রীর কাছে। শ্রীলেখা স্পষ্ট বললেন, “আমাকে কাজ দেওয়া হবে না। এটা এদের বরাবরেই ব্যাপার। এখন অনেক কথা বলে ফেলেছি বলে আরও কাজ দেবে না।”

আরও পড়ুন, “অতিমারির আবহে ভার্চুয়াল প্রোমোশন সব সময়ই চ্যালেঞ্জিং”

কোনও পরিস্থিতিতেই হাল ছাড়তে রাজি নন শ্রীলেখা। আগামী জানুয়ারিতেই শুরু করছেন পরিচালনার কাজ। একটি শর্ট ফিল্ম পরিচালনা করছেন তিনি। নিজে অভিনয়ও করছেন। সঙ্গে থাকবেন ভরত কল এবং চান্দ্রেয়ী মুখোপাধ্যায়। তবে আপাতত সুস্থ হওয়ার অপেক্ষা। ফিরতে চান জিমের পুরনো রুটিনে।

Next Article