‘৪৭ বছর বয়সে প্রেমে পড়ে তিনটে গান লিখলাম’, স্বীকারোক্তি সৃজিতের
TV9 বাংলার অফিসে সম্প্রতি এসেছিলেন সৃজিত। তিনি বলেন, ''হেমলক সোসাইটি' তৈরি করেছিলাম কারণ আমার এক প্রেমিকা ছিলেন, যিনি ঠিক আনন্দ করের মতো। সেই ছবিটা তাঁকে ডেডিকেট করা আছে। আমাকে শুধু জেন্ডার পরিবর্তন করে চরিত্রটাকে আনন্দ কর করতে হয়েছিল। 'কিলবিল সোসাইটি' ছবিতেও আমার জীবনের একটা প্রেমের প্রভাব আছে।''

মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। সেই ছবি তৈরির ঘটনা বলতে গিয়েই পরিচালকের স্বীকারোক্তি, ”৪৭ বছর বয়সে প্রেমে পড়ে তিনটে গান লিখলাম।” এই ছবি অবসাদ কাটাতে উত্সাহ জোগায়। ছবি মুক্তির প্রথম দিনে ‘নন্দন’-এ হাউজফুল ছিল। সেখানে পৌঁছে সৃজিতের পরামর্শ, ”মানসিক অবসাদ আসতে পারে। তবে লড়াইটা চালিয়ে যেতে হবে। নিজের লড়াইটা নিজেকেই চালিয়ে যেতে হয়। নিজের লড়াই চালাতে গিয়ে যদি দুর্বল লাগে, তা হলে পেশাদার ব্যক্তিদের সহায়তা নিন। আমার ছবির শেষে রূপম ইসলাম আর সিধুর গানে বার্তা আছে, জীবনের কিনারায় দাঁড়িয়েও, হাতটা টেনে ধরে তুলতে হয়।” এরপর সৃজিত বলেন, ”আমার নিজের জীবনের ক্ষেত্রে যেটা প্রয়োগ করি, সেটা থেকে বলতে পারি, অবসাদ থেকে বেরিয়ে আসতে চুটিয়ে প্রেম করুন।”
TV9 বাংলার অফিসে সম্প্রতি এসেছিলেন সৃজিত। তিনি বলেন, ‘হেমলক সোসাইটি’ তৈরি করেছিলাম কারণ আমার এক প্রেমিকা ছিলেন, যিনি ঠিক আনন্দ করের মতো। সেই ছবিটা তাঁকে ডেডিকেট করা আছে। আমাকে শুধু জেন্ডার পরিবর্তন করে চরিত্রটাকে আনন্দ কর করতে হয়েছিল। ‘কিলবিল সোসাইটি’ ছবিতেও আমার জীবনের একটা প্রেমের প্রভাব আছে। মানুষের জীবনে দু’টো প্রেমের মধ্যে কোনটা এগিয়ে সেটা যেমন বলা যায় না, তেমনই দু’টো ছবির মধ্য়ে কোনটা এগিয়ে সেটা বলতে পারব না।” এই বছরে বাংলা ছবির বক্স অফিসে ‘কিলবিল সোসাইটি’ মুক্তির প্রথম দু’দিনে বেশ এগিয়ে গিয়েছে। যদিও ৪৭ বছর বয়সে কোন প্রেমিকার প্রেমে পড়ে পরিচালক তিনটে গান লিখে ফেলেছেন, সেই নামটা প্রকাশ্যে আনেননি।





