‘বাঁচতে গেলে…’ শিলাজিতের মতে সায় শুভশ্রীর

তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার তারকারা। নিজেদের গানের শো পিছিয়ে দিয়েছেন শ্রেয়া ঘোষাল, জয় সরকার-লোপামুদ্রা মিত্র-সহ অনেকেই । এমনকি নিজের শো পিছিয়ে ছিলেন গায়ক শিলাজিত্‍ মজুমদার। আগামী ১৪ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা। নতুন করে গায়কের শো-এর তারিখ জানানোর পরেই ক্ষেপে উঠেছে গায়কের শ্রোতার একাংশ।

'বাঁচতে গেলে...' শিলাজিতের মতে সায় শুভশ্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2024 | 7:36 PM

তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার তারকারা। নিজেদের গানের শো পিছিয়ে দিয়েছেন শ্রেয়া ঘোষাল, জয় সরকার-লোপামুদ্রা মিত্র-সহ অনেকেই । এমনকি নিজের শো পিছিয়ে ছিলেন গায়ক শিলাজিত্‍ মজুমদার। আগামী ১৪ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা। নতুন করে গায়কের শো-এর তারিখ জানানোর পরেই ক্ষেপে উঠেছে গায়কের শ্রোতার একাংশ।

নানা ধরনের কটাক্ষও শুনতে হয় তাঁকে। তিলোত্তমা ঘটনার জন্যই সে সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সঙ্গীতশিল্পী। তাই নতুন তারিখ ভাবা হয় তাঁদের গানের অনুষ্ঠানের। যে কারণে একের পর এক নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছেন তাঁর শ্রোতারা। সব কিছু দেখার পর আর চুপ থাকতে পারলেন না গায়ক। তিনি যে বিরক্ত সেটা তাঁর কথাতেই স্পষ্ট। গায়ক বলেন, “আমি আমার বাবা মারা যাওয়ার পর শো করেছি, কিন্তু তিলোত্তমার মৃত্যুর পর পারিনি।”

আক্রমণ করার আগে মাথা ঠান্ডা রেখে ভাবার কথা বলেছেন। শিলাজিত্‍ বলেন,”যাই করবেন, যাই বলবেন, কাউকে কিছু বলার আগে, কিছু করার আগে একটু ঠান্ডা মাথায় ভেবে নিন কাউকে কিছু বলার আগে। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। একটা শব্দ মানুষকে বিভ্রান্ত করতে পারে। পাশে না থাকতে পারেন, এমন কিছু বলবেন না যাতে আমাদের কষ্ট হয়, বা যাতে অন্য কারও কষ্ট হয়। প্রতিবাদ চলতে থাক। উই ওয়ান্ট জাস্টিস।” গায়কের এই ভিডিয়ো ভাগ করে নিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে নায়িকা লেখেন,”বাঁচতে গেলে লড়তে হবে।”