চিরঞ্জিত চক্রবর্তীর মায়ের চরিত্রে ভাবা হয়েছিল সুচিত্রা সেনকে, কোন ছবি?
সুচিত্রা সেন বহু বিখ্যাত পরিচালক, প্রযোজকের কাজের অফার না করে দিতে পারতেন অনায়াসে। যেকারনে পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গেও সুচিত্রা সেনের কোন সিনেমা নেই ।

বাংলা সিনেমার মহা নায়িকা সুচিত্রা সেনকে ভেবে বহু চিত্রনাট্য তৈরি হয়েছিল একটা সময়ে । প্রত্যেক পরিচালক, অভিনেতা, প্রযোজকের ইচ্ছে থাকতো সুচিত্রা সেনের সঙ্গে কাজ করবেন। তবে একটা সময়ের পর কোন এক অজানা কারনেই সুচিত্রা সেন এই আর্ক আলোর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বহু পরিচালক ভাবতেন যদি মিসেস সেন আবার মন বদলান ছবি করতে রাজি হয়ে যান, তাই চেষ্টায় থাকতেন টলিপাড়া। যদিও এটা এখন অনেক দর্শকই জেনে গিয়েছে সুচিত্রা সেন বহু বিখ্যাত পরিচালক প্রযোজকের কাজের অফার না করে দিতে পারতেন অনায়াসে। যেকারনে পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গেও সুচিত্রা সেনের কোন সিনেমা নেই ।
এরপরও ‘প্রতিক’ ছবির চিত্রনাট্য করার সময় পরিচালক প্রভাত রায় ঠিক করে নিয়েছিলেন সুচিত্রা সেনের সঙ্গে কাজ করবেন । তাঁর এই বাংলা ছবিতে নায়ক হবেন চিরঞ্জিত চক্রবর্তী। আর চিরঞ্জিতের মায়ের চরিত্রে ভেবে ছিলেন সুচিত্রা সেনকে। তবে কোন ভাবেই তাঁকে রাজি করানো যায়নি। এর পর এই চরিত্রের প্রস্তাব যায় রাখি গুলজারের কাছে। পরিচালক তাঁর বইতে লিখেছেন, ‘রাখির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি গল্পটা বলতেই রাজি হয়ে গিয়েছিলেন রখি গুলজার । ছবির বাকি চরিত্রের জন্য নিয়ে ছিলাম, তাপস পাল, পাইয়া অধিকারী, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত মহাসয়কে। এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত। ” এর পর ‘প্রতিক’ ছবিটি সুপারহিট হয়েছিল। প্রসঙ্গত এই ছবিতেই চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে জুটিতে প্রথমবার দেখা যায় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।
