AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অত্যন্ত অপমানজনক’, অরিন্দম শীলের মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন সুদীপ্তা

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তোলপাড় টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় উঠল প্রতিবাদের ঝড়। একশ্রেণি রে-রে করে উঠলেন অরিন্দম শীলের এই মন্তব্যে। সোশ্যাল মিডিয়ায় এক খবরের পোস্ট শেয়ার করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সরাসরি প্রশ্ন করলেন পরিচালককে।

'অত্যন্ত অপমানজনক', অরিন্দম শীলের মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন সুদীপ্তা
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 8:25 PM
Share

শহরে একটা বড় ঘটনার পর প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছিল টলিপাড়ার একাধিক মুখকে। কেউ মিছিলে হেঁটেছেন। কেউ দিনের পর দিন ডাক্তারদের পাশে বসে আন্দোলন করেছেন। এমন আন্দোলন করার জন্য, অনেকে শাসক দলের বিরাগভাজন হয়েছেন বলে নিজেরাই দাবি করেছেন। তবে এবার পরিচালক অরিন্দম শীল নাম না করেও টলিপাড়া সম্পর্কে যে তথ্য সামনে আনলেন, তাতে তাক লেগে যাওয়ার জোগাড়। অরিন্দম শীলের কথায়, “এত বড় একটা মুভমেন্ট। সেখানে যাওয়ার জন্য কেউ-কেউ ফোন নিয়েছেন। অ্যাপিয়ারেন্স ফি নিয়েছেন। তাঁদের বন্ধুরাই সেসব বলে বেড়াচ্ছেন!” আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তোলপাড় টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় উঠল প্রতিবাদের ঝড়। একশ্রেণি রে-রে করে উঠলেন অরিন্দম শীলের এই মন্তব্যে।

সোশ্যাল মিডিয়ায় এক খবরের পোস্ট শেয়ার করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সরাসরি প্রশ্ন করলেন পরিচালককে। দীর্ঘ এক পোস্টে লিখলেন, “শ্রদ্ধেয় অরিন্দম দা,আমি টালিগঞ্জেই কাজ করি। এই মুহূর্তে টালিগঞ্জের একটি স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ অবধি। হয়তো সঠিক লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় নেই, তাই। সে যাই হোক, আমিও টালিগঞ্জের শিল্পী, আমিও মহিলা এবং ওই আন্দোলনে আমিও রাস্তায় হেঁটেছি। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত অপমানজনক লাগছে। খুব অস্বস্তি হচ্ছে। এই অভিযোগ যেহেতু তুমি করেছ, সেহেতু সেই সব মহিলা শিল্পীর নাম প্রকাশ্যে জানানোর দাবি রাখছি। নতুবা এই অভিযোগ এই সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি।” তবে কেবল সুদীপ্তা নন, একে একে বহু অভিনেত্রী মুখ খুলছেন এই প্রসঙ্গে।