AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu Arjun: ‘পুষ্পা’তেই বাজিমাত, জাতীয় পুরস্কার জিতে ইতিহাস লিখলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন

National Awards: তেলুগু সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা জাতীয় পুরস্কার জিতে নিলেন। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি।

Allu Arjun: 'পুষ্পা'তেই বাজিমাত, জাতীয় পুরস্কার জিতে ইতিহাস লিখলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন
আল্লু অর্জুনImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 11:42 PM
Share

নয়া দিল্লি: নতুন ইতিহাস রচনা করলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমার জন্য সেরা অভিনেতার ক্যাটেগরিতে ‘জাতীয় পুরস্কার’ জিতে নিয়েছেন তিনি। তেলুগু সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতা জাতীয় পুরস্কার জিতে নিলেন। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি। বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। আর সেখানে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন আল্লু অর্জুন। তেলুগু চলচ্চিত্র দুনিয়ার জন্য এ এক অবিস্মরণীয় মুহূর্ত। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুন যেভাবে পুষ্পা রাজ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, তাতে গোটা দেশের কাছে আজ ‘হিরো’ তিনি।

২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় পুষ্পা। শুরুর দিন থেকেই আলোড়ন। বক্স অফিস কাঁপানো রেকর্ড। দর্শকদের মধ্যে এক আলাদাই উন্মাদনা পুষ্পা সিনেমা নিয়ে। আল্লু অর্জুনের ভক্তরা তো বটেই, সিনেমার খুঁটিনাটি নিয়ে যাঁরা বিশ্লেষণ করেন… প্রত্যেকে প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়শৈলীর। সিনেমার যেমন চিত্রনাট্য, আর তার সঙ্গে পুষ্পা রাজ চরিত্রের সঙ্গে আল্লু অর্জুনের একাত্ম হয়ে যায়…মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন সকলে। এমন সিনেমাটিক এক্সপিরিয়েন্স অতীতে খুব কমই উপভোগ করেছেন দর্শকরা।

বৃহস্পতিবার জাতীয় চল্লচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন। বহুমুখী চরিত্রে অভিনয়ের দক্ষতা, অভিনয়ের প্রতিটি খুঁটিনাটিতে অগাধ নৈপুন্য আর সেলুলয়েডে তাঁর ক্যারিশ্মাই আজ আল্লু অর্জুনকে সেরার সেরা করে তুলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

কেরিয়ারের শুরু থেকেই নিজের জাত চিনিয়েছেন আল্লু অর্জুন। সিনেমার প্রতি, অভিনয়ের প্রতি তাঁর আবেগ, অধ্যাবসায় ও অসামান্য প্রতিভার পরিচয় শুরু থেকেই দিয়েছেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর যোগ জন্মকাল থেকেই। প্রথম সিনেমা মুক্তি পায় মাত্র ২০ বছর বয়সে। ২০০৩ সালে গঙ্গোত্রী। পরিচালক ছিলেন কে রাঘবেন্দ্র। সিনেমা সেভাবে সাফল্য না পেলেও সেদিন থেকেই নিজের জাত চিনিয়েছিলেন দক্ষিণী তারকা অভিনেতা।

এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি তাঁকে। ২০০৪ সাল। সুকুমারের পরিচালনায় আর্য। দুর্দান্ত অভিনয় আল্লু অর্জুনের। চারিদিকে প্রশংসা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার খেতাব জিতে নেন তিনি। তারপর একের পর এক ব্লকব্লাস্টার। বানি, রেস গুরম, সার্রাইনডু, দেশামুদুরু, পারুগু, আর্য ২, বেদম, আলা বৈকুণ্ঠপুরমালু… কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন! এক একটি সিনেমা, আর আরও পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে থাকতেন আল্লু অর্জুন। আর প্রতিটি সিনেমাই তাঁর বহুমুখী অভিনয়শৈলীকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। ঝুলিতে রয়েছে একের পর এক পুরস্কার ও সম্মান। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড-সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

পুষ্পা সিনেমায় তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছে যে দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে গোটা দেশের স্পটলাইট চলে আসে আল্লু অর্জুনের উপরে। গোটা দেশ মুগ্ধ হয়ে দেখেছে তাঁর অভিনয়। প্লট অন্ধ্র প্রদেশের। লাল চন্দনের চোরাকারবার নিয়ে সিনেমা। সেই অ্যাকশন থ্রিলারে পুষ্পা রাজকে এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছেন আল্লু অর্জুন।

এদিন জাতীয় পুরস্কার ঘোষণার পর আল্লু অর্জুনের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, খুশিতে তাঁর বাবা আল্লু অরবিন্দকে জড়িয়ে ধরছেন দক্ষিণী সুপারস্টার। সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুমহলও রয়েছে। উল্লেখ্য, দক্ষিণী সিনেমার জন্য আজকের দিনটি একটি বড় প্রাপ্তি। এর আগে ১৯৯৭ সালে নাগার্জুন স্পেশাল জুরি ক্যাটেগরিতে মনোনীত হয়েছিলেন জাতীয় পুরস্কারের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরস্কার জেতেননি। আল্লু অর্জুনই প্রথম দক্ষিণী সুপারস্টার যিনি জাতীয় পুরস্কার জিতে নিলেন।