AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যোমকেশ-ফেলুদা-মিতিন মাসীর ময়দানে এবার নয়া গোয়েন্দা, চিনে নিন ডিটেক্টিভ চারুলতাকে

Detective Series: নাহ, তিনি একা নন, সঙ্গী রয়েছেন তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে সে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে—চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট।

ব্যোমকেশ-ফেলুদা-মিতিন মাসীর ময়দানে এবার নয়া গোয়েন্দা, চিনে নিন ডিটেক্টিভ চারুলতাকে
| Updated on: Mar 11, 2025 | 1:32 PM
Share

বাঙালি দর্শকদের কাছে বরাবরের পছন্দের বিষয় গোয়েন্দা গল্প। পর্দার গোয়েন্দা মানে দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। কখনও কাকাবাবু, কখনও ফেলুদা-ব্যোমকেশ-মিতিন মাসী, এবার সেই তালিকায় নাম লেখাতে হাজির প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র। নাহ, তিনি একা নন, সঙ্গী রয়েছেন তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে সে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে—চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট।

রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই তদন্তের গভীরে পৌঁছোতে যায়, সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে এক সিরিয়াল কিলিঙের ঘটনা, যা রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। চারু কি পারবে এমন এক রহস্য ভেদ করতে?

সিরিজে এই চারুই হয়ে উঠেছেন অভিনেত্রী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই অন্যস্বাদের কাজে বিশ্বাসী তিনি। তাঁর কথায়, “যখন আমরা “গোয়েন্দা” শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরনের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে – এই ভাবনাটাই আমার খুব ভাল লেগেছিল।”

সিরিজটি আসছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালনায় রয়েছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আদর্শ সহকারীর ভূমিকায় দেবমাল্য একেবারে যথাযথ, এবং জেন-জি কেরিয়ারিস্ট মারোয়ারি মেয়ে ম্যাডির সঙ্গে তার প্রেমের দৃশ্যগুলো মন ভাল করে দেবে। সিধু-র চরিত্রে মল্লিকা দি, যে কিনা চারুর পরামর্শদাত, এই চরিত্রটি “সিধু জ্যাঠা এবং মাইক্রফট হোমসের” মতো কাল্ট চরিত্র থেকে অনুপ্রাণিত, আর সেটি মল্লিকাদি পর্দায় অনায়াস দক্ষতায় ফুটিয়ে তুলেছেন।”

Klikk-এর ডিরেক্টর নিরাজ তান্তিয়ার কথায়, “সমগ্র বিশ্বে যখন নারী দিবস সবে উদযাপন হয়েছে, আমরা উপস্থাপন করছি এক ক্ষমতাবান মহিলা গোয়েন্দাকে। মধ্যবয়সী পুরুষদের আধিপত্যপূর্ণ গোয়েন্দা জগতে, “ডিটেকটিভ চারুলতা” এক নতুন দিশা দেখাবে।”