Sweta Bhattacharya: মাথায় মুকুট, সাদা ফুলে ছিমছাম সাজ, শ্বেতার গায়ে হলুদে কী কী হল?
গত বছর ১৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন শ্বেতা-রুবেল। তার পর একের পর এক আইবুড়ো ভাত খেতেই ব্যস্ত ছিলেন জুটি। আর এবার রবিবার তাঁদের মালাবদল।
রবিবার সকাল সকালই রুবেল দাসের গায়ে হলুদের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। অনুরাগীরা অপেক্ষায় ছিলেন শ্বেতার গায়ে হলুদের সাজ দেখার জন্য। অবশেষে হলুদ রঙের শাড়ি, ফুলের গয়নায় সামনে এলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য।
জানা গিয়েছে, শ্বেতার গায়ে হলুদের চান্দেরি শাড়িটা দিয়েছেন তাঁর এক অনুরাগী। সেই শাড়িতেই সেজে উঠেছেন শ্বেতা। সঙ্গে মানানসই রজনীগন্ধা ফুলের গয়না। খুব ছিমছাম সাজেও আলাদা চটক ধরা পড়েছে শ্বেতার গায়ে হলুদের সাজে।
রুবেলের মতোই পদ্ম ফুলের আকারের এক বিশাল সাইজের পাত্রে বসেই গায়ে হলুদ পর্ব সেরেছেন শ্বেতা। গায়ে হলুদ মিটতেই আত্মীয়পরিজনদের নিয়ে ফটোশ্যুট।
গত বছর ১৫ ডিসেম্বর ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন শ্বেতা-রুবেল। তার পর একের পর এক আইবুড়ো ভাত খেতেই ব্যস্ত ছিলেন জুটি। আর এবার রবিবার তাঁদের মালাবদল।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। আর এবার সারাজীবনের মতো পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হতে চলেছেন শ্বেতা ও রুবেল।
বিয়েতেও এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন তাঁরা। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস বুক করেছেন শ্বেতা। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাশাপাশি রয়েছে বেশ বড়সড় খোলা জায়গা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে প্রায় ৪০০-৬০০ জন অতিথির জায়গা হতে পারে এই ম্যারেজ হলে। জানা গিয়েছে, এটি বুকিংয়ের জন্য নাকি খরচ শুরু হয় ২ লক্ষ টাকা থেকে। বিয়ের সাজে রুবেল ও শ্বেতাকে দেখতে এখন অধীর আগ্রহে বসে তাঁদের অনুরাগীরা।