ধর্মনিরপেক্ষ, মৌলবাদবিরোধী সরকার চাইলেন তসলিমা নাসরিন

Taslima Nasrin: এদিন দুপুর ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভিডিয়োতে দেখা যায়, কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চমবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্মনিরপেক্ষ, মৌলবাদবিরোধী সরকার চাইলেন তসলিমা নাসরিন
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 7:53 PM

প্রতিরোধের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে। ভারতে এসেছেন তিনি সেখান থেকে যেতে পারেন লন্ডন। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ছে সেনা। এ হেন অশান্ত অবস্থায় বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন। কী বক্তব্য তাঁর?

ফেসবুকে বরাবরই সক্রিয় তসলিমা। কোটা আন্দোলন নিয়ে বহুদিন ধরে একের পর এক মতামত প্রকাশ করছিলেন তিনি। হাসিনা ইস্তফা পরপর বেশ কিছু পোস্ট করেছেন তসলিমা। তিনি লেখেন, “হাসিনার দুঃশাসনের সমাপ্তি হলো। হাসিনার মাফিয়া, হাসিনার ফ্যাসিজম আর নার্সিসিজমের যুগ শেষ হলো। এখন যে সরকারই আসুক, যেন মৌলবাদবিরোধী সরকার আসে। যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে।” এখানেই শেষ নয়, সেনার কাছে ক্ষমতা হস্তান্তরিত হওয়ারও বিরোধিতা করেন। তিনি যোগ করেন, “সেনাবাহিনীর হাতে যেন ক্ষমতা না যায়। দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে। রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে। যেন কোনও অবস্থাতেই গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়।” সে অনুরোধও রেখেছেন তিনি।

এদিন দুপুর ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ভিডিয়োতে দেখা যায়, কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চমবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে চপারে ওঠেন বোন রেহেনা। এরপর তাঁদের গন্তব্য কোথায় হবে সেদিকেই নজর সকলের।