একদিকে মিঠুন চক্রবর্তী, অন্যদিকে দেব। ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর মঞ্চে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন এই দুই শিল্পী। লকডাউনে শুটিং বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের নতুন উদ্যমে এই শো নিয়ে দর্শকের দরবারে আসছেন নির্মাতারা। ১১জন খুদে প্রতিযোগীর মধ্যে পারফরম্যান্সের লড়াই আরও তীব্র হবে বলে খবর।
নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছে, ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে এ বার ‘খেলা’ শুরু হবে। চলতি সপ্তাহে দর্শকের জন্য থাকছে ‘গুরু-দেব পারফরম্যান্স’। অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং দেবের যৌথ উপস্থাপনা। সঙ্গে থাকবেন আরও এক বিচারক তথা অভিনেত্রী মনামী ঘোষও।
এ প্রসঙ্গে এই শোয়ের প্রযোজক তথা পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “আমরা ফ্লোরে ফিরতে পেরেছি, ভাল লাগছে। খুদে প্রতিযোগীদের যা এনার্জি সেটাই বিচারকদেরও অনুপ্রাণিত করে। বিশেষত এই কঠিন সময়ে সেটা খুব দরকার। ওদের কঠোর পরিশ্রমের জেরেই এই শো দর্শকের ভাল লাগছে।”
সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকে আবার আগের মতোই শনি এবং রবিবার এই শোয়ের সম্প্রচার হবে। আরও নতুন চমক দর্শকের জন্য অপেক্ষা করছে বলেও খবর।
আরও পড়ুন, মিলখার আপ্যায়ণে আলুর পরোটার স্বাদ ভুলতে পারেননি অনিল, স্মৃতিচারণায় অভিনেতা