২০২১ কেও স্বাগত জানিয়েছিলেন দিয়া মুখোপাধ্যায়ের হাত ধরে, কিন্তু গত এক বছরে জল গড়িয়েছে বহুদূর। দিয়ার সঙ্গে তিক্ত হয়েছে সম্পর্ক, হয়েছে ব্রেকআপ, জীবনে এসেছে নতুন মানুষ। কথা হচ্ছে, অভিনেতা অভিষেক বসুর। ২০২২-এর প্রথম দিনে তাঁর সঙ্গী নতুন প্রেমিক সুরভী মল্লিক। কীভাবে কাটল তাঁদের বছরের প্রথম দিন, জানান দিচ্ছে অভিষেকের ইনস্টাগ্রাম।
কলকাতা থেকে খানিক দূরে এক বিলাসবহুল রিসর্টে গিয়েছিলেন তাঁরা। সেখানেই একান্তে সময় কেটেছে তাঁদের। তুলেছেন ছবি। সেই ছবিও হয়েছে ফাঁস। ফাঁস করেছেন নিজেরাই। আর লুকোছাপা নেই। নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন দুজনে, একসঙ্গে। অথচ ২০২০-র ক্রিস্টমাসেও দিয়ার সঙ্গে অভিষেকের উষ্ণতামাখা ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। কীভাবে হয়েছিল তাঁদের বিচ্ছেদ?
অভিষেক এই মুহূর্তে গঙ্গারাম বলে এক ধারাবাহিকে অভিনয় করেন। ওই ধারাবাহিকের অংশ আবার সুরভীও। টলিপাড়ার গুঞ্জন বলে, সেই সূত্রেই নাকি প্রেম শুরু। দিয়ার সঙ্গে সম্পর্ক যায় তলানিতে। অবশেষে অগস্ট মাসে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। বেশ কিছু মন খারাপের পোস্ট সে সময় শেয়ার করেছিলেন অভিষেক। ভক্তরা ভয় পেয়েছিল। এরই আবার কিছুদিন পর রাতারাতি এক বোমা ফাটান অভিনেতা। ব্রেকআপের কথা খুল্লামখুল্লা শেয়ার করে নতুন প্রেমের কথাও স্বীকার করে নেন প্রকাশ্যেই। সুরভীর সঙ্গে পোস্ট করেন ছবি, তাতে ভালবাসার কথা লেখা। ওদিকে সুরভীও প্রেমে হাবুডাবু। সব মিলিয়ে টলিপাড়া পায় নতুন জুটিকে। এর পর থেকে অবশ্য সুরভী-অভিষেকের ইনস্টা ঘাঁটলেই দুজনের আদরমাখা ছবি। যেমন দেখা গেল বছরের শুরুর দিনেও।