অরিন্দ বন্দ্যোপাধ্যায়। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। বড় হয়েও পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন অরিন্দ। দীর্ঘ দিনের বান্ধবী সায়ন্তনী দাসের সঙ্গে আইনত বিয়ে সেরে ফেললেন অভিনেতা।
আসলে অরিন্দ-সায়ন্তনী বিয়ে করেছেন ঠিক এক বছর আগে। ২ জুলাই, ২০২০। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়েছিল। কিন্তু তখন রেজিস্ট্রি বিয়ে করেননি তাঁরা। এক বছর পরে প্রথম বিবাহবার্ষিকীর দিন বিয়ের রেজিস্ট্রেশন করে ফেললেন এই জুটি।
এক বছর আগে বিয়ের খবর সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছিলেন অরিন্দ। বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘নতুন যাত্রা শুরু করলাম। আশা করছি আমরা স্বচ্ছন্দে একসঙ্গে এগিয়ে যেতে পারব’। এর মধ্যে রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এও উপস্থিত হয়েছিলেন এই জুটি। সেখানে তাঁদের দাম্পত্য জীবনের গল্প শেয়ার করেছিলেন।
এক বছর পর আইনি বিয়ের অনুষ্ঠানেও অনেকটা বিয়ের মতো করেই সেজেছিলেন দম্পতি। জাম রঙা বেনারসী, সোনার গয়না, ফুলের সাজ ছিল সায়ন্তনীর। অন্যদিকে অরিন্দর পরনে ছিল পাঞ্জাবি। গত বছর তাঁদের বিয়ের সময় করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে খুব বেশি আত্মীয়, বন্ধুদের নিমন্ত্রণ করতে পারেননি। এ বছরও করোনা আতঙ্ক পাল্টায়নি। তবুও তাঁদের আইনি বিয়েতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠরা।
আরও পড়ুন, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ মুক্তির একমাস পরে ‘বিহাইন্ড দ্য সিন’ ফাঁস!