‘দ্য ফ্যামিলি ম্যান ২’ মুক্তির একমাস পরে ‘বিহাইন্ড দ্য সিন’ ফাঁস!
The Family Man 2: এই সিরিজের প্রথম সিজনে মুম্বই, দিল্লি, কাশ্মীরে শুটিং হয়েছিল। দ্বিতীয় সিজনে চেন্নাই, লন্ডন, মুম্বই এবং দিল্লির বিভিন্ন অংশে শুটিং হয়। তৃতীয় সিজনে সম্ভবত উত্তরপূর্ব ভারতের কিছু অংশ দেখতে পাবেন দর্শক।
ঠিক এক মাস আগে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন। তুমুল আলোড়ন ফেলেছে এই ওয়েব সিরিজ। মনোজ বাজপেয়ীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক। এক মাসের সেলিব্রেশন হিসেবে পরিচালক জুটি রাজ এবং ডিকে সোশ্যাল মিডিয়ায় কিছু ‘বিহাইন্ড দ্য সিন’-এর দৃশ্য শেয়ার করলেন।
প্রতিটি ছবির সঙ্গে মজার মজার ক্যাপশন জুড়ে দিয়েছেন রাজ। তবে ওয়েব সিরিজটি দর্শক না দেখলে, এই ‘বিহাইন্ড দ্য সিন’-এর সঙ্গে যোগ করা ক্যাপশনের মানে বুঝতে অসুবিধে হতে পারে। তবে যাঁরা দেখেছেন, তাঁরা কমেন্টের মাধ্যমে তাঁদের ভাল লাগার কথা জানিয়ে দিয়েছেন।
View this post on Instagram
দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় সিজন হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্মাতারা। তার কাজ কবে শুরু হতে পারে, সে প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে মনোজ বলেন, “প্রত্যেকেই এখন গৃহবন্দি। আগে লকডাউন উঠে যাক। সব সুযোগ তৈরি হোক। আমি নিশ্চিত এর তৃতীয় সিজন তৈরি হবে। এখন তো লেখকরাও বন্দি। কিন্তু গল্প বা চিত্রনাট্য তো ওদের মাথাতেই রয়েছে। সব কিছু ঠিক থাকলে তৃতীয় সিজন তৈরি হতে এক থেকে দেড় বছর সময় লাগবে।”
এই সিরিজের প্রথম সিজনে মুম্বই, দিল্লি, কাশ্মীরে শুটিং হয়েছিল। দ্বিতীয় সিজনে চেন্নাই, লন্ডন, মুম্বই এবং দিল্লির বিভিন্ন অংশে শুটিং হয়। তৃতীয় সিজনে সম্ভবত উত্তরপূর্ব ভারতের কিছু অংশ দেখতে পাবেন দর্শক। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শুরু করার আগে পরিচালক জুটি সম্ভবত অন্য একটি ওয়েব সিরিজ তৈরি করবেন। সেখানে শাহিদ কাপুরকে নিয়ে কাজ করবেন তাঁরা। সেই ওয়েব সিরিজের কাজ শেষ হলে ফের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজে হাত দেবেন তাঁরা।
আরও পড়ুন, ‘আবার একসঙ্গে স্ক্রিনে আসছি’, কামব্যাক করছেন গোবিন্দা-রবিনা?