AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahalaya Shoot: ঋতুপর্ণার বিপরীতে মহিষাসুররূপে কে থাকছেন, এবার সামনে এলো তাঁর লুক

Mahalaya Shoot: আজকের খবর কে হচ্ছেন মহিষাসুর। এবার সামনে এলো তাঁর লুক। নতুন প্রমোতে দেখা যাচ্ছে অসুরকে। ঋতুপর্ণার বিপরীতে মহিষাসুররূপে আসছেন টেলিভিশন-সিনেমার জনপ্রিয় মুখ.....

Mahalaya Shoot: ঋতুপর্ণার বিপরীতে মহিষাসুররূপে কে থাকছেন, এবার সামনে এলো তাঁর লুক
‘দেবী দশমহাবিদ্যা’য় সামনে এলো মহিষাসুর
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 10:14 PM
Share

মহালয়ার দিন রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ শোনার জন্য বাঙালি অপেক্ষা করে থাকেন। ওই অনুষ্ঠান দিয়ে যেন শুরু হয় মা দুর্গার আগমন বার্তা। বছরের পর বছর এমনটাই হয়ে আসছে। সেই অনুষ্ঠান শেষ হলেই এখন বেশে কয়েক বছর ধরে শুরু হয় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেবী বরণ অনুষ্ঠান। প্রত্যেকেই কে মা দুর্গা হচ্ছেন, জানতে থাকে আগ্রহী। তবে মহিষাসুরমর্দিনী অসম্পূর্ণ থেকে যায় মহিষাসুর ছাড়া। যদিও তাঁকে নিয়ে মাতামাতি কমই হয়, তবে অনুষ্ঠানে তাঁর গুরুত্বও কোনও অংশে কম নয়। অশুভ উপর শুভ শক্তি জয়ের জন্য অবশ্যই চাই মহিষাসুর। কালার্স বাংলায় এবার দেবী বরণ অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। সেখানে মা দুর্গা রূপে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার তাঁকে এই রূপে পাওয়া যাবে টেলিভিশনের পর্দায়। তাঁর সঙ্গে থাকছেন আরও দশজন অভিনেত্রী। যাঁরা দেবীর দশ অবতাররূপে সামনে আসবেন। সেই খবর আগেই বেরিয়েছিল টিভি৯ বাংলা ডিজিটালে।

আজকের খবর কে হচ্ছেন মহিষাসুর। এবার সামনে এলো তাঁর লুক। নতুন প্রমোতে দেখা যাচ্ছে অসুরকে। ঋতুপর্ণার বিপরীতে মহিষাসুররূপে আসছেন টেলিভিশন-সিনেমার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী। নেগেটিভ-পিজিটিভ সব ধরনের চরিত্রেই তাঁকে দর্শক দেখেছেন। যাঁরা নিয়মিত তাঁর সোশ্যাল মিডিয়া দেখেন, তাঁরা জানেন ফিটনেসের ব্যাপারে তিনি কতটা সচেতন। তাই এবারের ‘দেবী দশমহাবিদ্যা’ অসুর ফিট অ্যান্ড ফাইন। সৌরভের জিম করা সুঠাম চেহারার ঝলক প্রমোতেও নজরে এসেছে।

‘দশ মহাবিদ্যায়’ মহিষাসুর সৌরভ চক্রবর্তী

হিন্দি-বাংলা টেলিভিশনে কাজ করেছেন সৌরভ। সিনেমাতেও দেখা যায় নিয়মিত। ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন সুজিত মণ্ডেলর ‘অন্বেষণ’ ছবিতে। সেখানে তিনি ছিলেন ভিলেন। ‘লেফ্ট অ্যান্ড রাইট’ হিন্দি সিরিয়ালের দ্বিতীয় সিজনে হিতেন তেজয়ানি-গৌরি প্রধানের সঙ্গে তিনি অভিনয় করেন। জিৎ অভিনীত ‘প্যান্থর’, ‘গেম’ ছবিতে অভিনয় করেন সৌরভ। সুনীল শেট্টির ছেলে আহানের ডেবিউ ছবি ‘তড়প’-এ তিনি অভিনয় করেন বিশেষ চরিত্রে।  এবার অসুররূপে তিনি দর্শক মনে স্থান করেন কি না সেটা জানা যাবে ২৫ সেপ্টেম্বর ‘দেবী দশমহবিদ্যা’ সম্প্রচার হলে। ভোর ৫টায় দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠান। দেবলীনা দত্ত, রিমঝিম মিত্র থেকে শুরু করে অদ্রিজা রায়, শ্রুতি দাস-এমন অনেক পরিচিত টেলিভিশনের অভিনেত্রীদের পাওয়া যাবে ‘দেবী দশমহাবিদ্যা’।

https://youtu.be/TrQir7HQYs8