Suman Dey: প্রেমে পড়েছেন অভিনেতা সুমন দে, জেনে নিন বান্ধবীর পরিচয়

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:19 PM

Suman Dey: সুরভি এই মুহূর্তে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে সুমনকে দেখা যাচ্ছে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে।

Suman Dey: প্রেমে পড়েছেন অভিনেতা সুমন দে, জেনে নিন বান্ধবীর পরিচয়
‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে সুমন দে। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

অভিনেতা সুমন দে। বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ব্যক্তি জীবন নিয়েও খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। এতদিন কোনও সম্পর্কে আবদ্ধ ছিলেন না। সদ্য প্রেমে পড়েছেন। সেই প্রেম নিয়ে অকপট অভিনেতা।

সুমনের প্রেমিকার নাম সুরভি সান্যাল। পেশায় তিনিও অভিনেত্রী। এ প্রসঙ্গে TV9 বাংলাকে সুমন বললেন, “তিন মাসের সম্পর্ক আমাদের। আমি সম্পর্ক নিয়ে কুসংস্কারাচ্ছন্ন নই। তাই নিজেদের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও কোনও সমস্যা নেই আমার। আমাদের দুজনেরই বাড়ি শিলিগুড়িতে। গত বছর পুজো থেকে বন্ধুত্ব, আলাপ। তবে সিরিয়াস হয়েছি গত তিন মাসে।”

সুরভি এই মুহূর্তে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে সুমনকে দেখা যাচ্ছে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে। শিলিগুড়ি থেকে কলকাতায় কাজের সূত্রে এসেছেন দুজনেই। কেরিয়ারের পাশাপাশি নিজেদের সম্পর্ক নিয়েও সিরিয়াস তাঁরা।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। গত ৪ জুলাই যে পর্ব সম্প্রচারিত হয়েছে, সেখানে দেখানো হয়েছে রানির প্রয়াণ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হয়নি। বরং সেখানে শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা চলছে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছিল। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তাকে দেখছেন পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে। সন্দীপ্তার কথায়, “এতদিন রানি রাসমণির সেটটা যখন দেখতাম, ভাবতাম সেটটা বড় ভাল। মায়ের মূর্তি, মন থেকে ভক্তি আসত। এখন যখন সেই সেটে এসে অভিনয় করছি, সৌরভ রামকৃষ্ণ, ভীষণ ভাল অভিনয় করে ও। সব মিলিয়ে ভীষণ ভাল লাগছে। গোটা টিম এতদিন রিসার্চ করে কাজটা করেছে, করছেও। তাই এখান এসে কাজ করতে পেরে ভীষণ এক্সাইটেড।” টেলিভিশন দিয়েই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা। বহুদিন পর চেনা মাঠে ব্যাট করছেন। এর মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক। কিন্তু এই ঐতিহাসিক চরিত্রে সন্দীপ্তা কেমন পারফর্ম করেন, তা বিচারের ভার দর্শকের।

সদ্য জার্নি শেষ করেছেন রাসমণি ধারাবাহিকের মথুরবাবু অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ও। তিন বছর। নেহাত কম সময় নয়। এতগুলো দিন কোনও একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা মানে আক্ষরিক অর্থেই পরিবারের অনুভূতি। এতগুলো দিন ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’-এর সঙ্গে জড়িয়েছিলেন তিনি। রাসমণির জামাই মথুরবাবুর চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। ইতিহাস নির্ভর গল্পে কাজ করতে গিয়ে অভিনেতা হিসেবে নিজে সমৃদ্ধ হয়েছেন বলে জানিয়েছিলেন গৌরব। তাঁর কথায়, “টেলিভিশনে আমার করা কাজের মধ্যে এটা সবথেকে বড় কাজ। অভিনেতা হিসেবে এনরিচড হয়েছি। আমার কো অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার রাখীদি, যাঁর স্ত্রিপ্ট, ওয়ান লাইনার দেখে শিখেছি। গল্প যখন চেঞ্জ হচ্ছে তখন আমাদের সঙ্গে বসে আলোচনা করাতে শিখতে পেরেছি। বেশ কিছু বই পড়েছি।”

আরও পড়ুন, সিদ্ধার্থর জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন পূজা!

Next Article