তৃণার পোস্টে ‘ব্রেকআপ’-এর কথা, কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় জানালেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 03, 2021 | 5:50 PM

একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন তৃণা। সেই ভিডিয়োর মাধ্যমেই তৃণা দেখিয়েছেন ব্রেকআপের পর তাঁর বন্ধুরা ঠিক কেমন করতে থাকেন।

তৃণার পোস্টে ব্রেকআপ-এর কথা, কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় জানালেন অভিনেত্রী
তৃণা সাহা

Follow Us

ব্রেকআপ, হার্টব্রেক, কান্নাকাটি… এ সবের মধ্যে দিয়ে কোনওদিন যেতে হয়েছে আপনাকে? মনের ঠিক কেমন অবস্থা হয় তা নিশ্চয়ই উপলব্ধি করেছেন জীবনে কোনও না কোনও বার। তৃণা সাহাও এবার হাতে ধরে দেখিয়ে দিলেন পোস্ট ব্রেকআপ কেমন হয় মনের অবস্থা।

ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন তৃণা। সেই ভিডিয়োর মাধ্যমেই তৃণা দেখিয়েছেন ব্রেকআপের পর তাঁর বন্ধুরা ঠিক কেমন করতে থাকেন। কারও চোখে যেন ‘নায়াগ্রা জলপ্রপাত’, কান্না থামছে না…কেউ আবার চলে যান হাত কাটতে। এ সব দেখে শুনে তাঁর নিজের অবস্থা কেমন হয় তাও এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তৃণা নিজেই। কপাল চাপড়াতে ইচ্ছে করে তাঁর, দু’কান ধরে বলতে ইচ্ছে করে, “হচ্ছেটা কী?” এই পুরো ভিডিয়োর জন্য তৃণা অবশ্য বেছে নিয়েছেন পঞ্জাবি ভাষায় ট্রেন্ডিং গান, ‘নখরে তেরে’।
তৃণার ওই পোস্টে কমেন্ট করেছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, “এত সব ঝামেলা ব্রেকআপের। সেই কারণেই আমি সিঙ্গল।” আর একজনের বক্তব্য, “ভাগ্যিস তৃণা দি, তুমি বিবাহিত, নয়তো তোমাকেও এই সব ঝামেলা সামলাতে হতো।”


বাস্তব জীবনে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণার ভালবাসার বিয়ে। প্রেমটাও বেশ অনেক দিনের। ঝগড়া হয়েছে যেমন হয়ে থাকে প্রতিটা সম্পর্কে। কিন্তু হৃদয় ভাঙার যন্ত্রণা সেভাবে তাঁকে পেতে হয়নি ভেবে নেওয়াই যায়। এই মুহূর্তে খড়কুটো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণা। বেশ কিছু ধরে টিআরপি লিস্টে একদা টপার খড়কুটো পিছিয়ে গেলেও আবারও স্বমহিমায় ফিরেছে ধারাবাহিকটি। প্রথম জায়গা না পেলেও স্থান হচ্ছে টপ ৩-এর মধ্যেই।

আরও পড়ুন- অপ্রকৃতস্থ অবস্থায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা

Next Article