গতকাল ছিল ভাইফোঁটা। ভাই-বোনেদের দিন। সারা বছর এই একটা দিনের অপেক্ষায় থাকেন ভাই-বোনেরা। মঙ্গলকামনা, আশীর্বাদ, মিষ্টিমুখে ভরে থাকে গোটা একটা দিন। এমন একটা দিনে একেবারে ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। ফেসবুকে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
প্রিয়ম লিখেছেন, ‘কাল ভাইফোঁটা দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার ছেলে। আমি মা। আমার কাছে তো ছেলের অতটা অসুস্থতা গুরুত্বপূর্ণ হবেই। কিন্তু তুই আমার পাশে সারাক্ষণ থেকে প্রমাণ করে দিয়েছিস, তুই শুধু আমার ভাই নয়, আমার ছেলের যোগ্য মামাও…। সম্পর্কের জন্য কোনও ফোঁটা দেওয়া, রাখি, ছবি পোস্ট বা অনুষ্ঠানের ঘটা কোনওটাই লাগে না, লাগে দায়িত্ববোধ, ভালবাসা, পাশে থাকা। তুই কাল সেটা প্রমাণ করলি বাবাই…।’
জনৈক অয়ন দাসকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন প্রিয়ম। বিপদের তিনি অয়নকে তিনি পাশে পেয়েছেন। অভিনেত্রী আরও জানিয়েছেন, যে সব ভাইবোনেদের সারা বছর পাশে পাওয়া যায় না, অথচ বছরে একটা ফোঁটা তাঁরা নেন, তাঁদের থেকে অয়নের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক বেশি দামি। ছোট থেকেই যে কোনও বিপদে তিনি অয়নকে পাশে পেয়েছেন। ভাইয়ের প্রতি প্রকাশ্যেই সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মিশভ। প্রিয়মের পুত্র সন্তান। কয়েক মাস আগেই মা হয়েছেন তিনি। এখন বাড়িতেই ছেলেকে সময় দিচ্ছেন। সদ্য ফেসবুকে মিশভের একটি ছবি শেয়ার করেছেন তিনি। নিজের হাত দিয়ে মিশভ জড়িয়ে রয়েছে তাঁর আঙুল। সে ছবিতে মিশভের মুখ দেখা যাচ্ছে না। সে দিনই ছেলের নামও প্রকাশ করেছেন তিনি। মাস তিনেক আগে নিজের জন্মদিনে ছেলের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন প্রিয়ম। নিজে মা হওয়ার পর প্রথম জন্মদিন। ফলে এই বছরের জন্মদিনটা আজীবন মনে রাখবেন অভিনেত্রী। কিন্তু সেখানেই ছেলের ছবি স্পষ্ট ছিল না। মা হওয়ার পর দৈনন্দিন একেবারে বদলে গিয়েছে প্রিয়মের। সন্তান এখন প্রায়োরিটি। তাকে নিয়েই দিনভর সময় কেটে যাচ্ছে। এ বারের জন্মদিনের উপহার পেয়েছেন কয়েকদিন আগেই। আর তা হল মাতৃত্ব। জীবনের সেরা উপহার।
TV9 বাংলাকে প্রিয়ম জানিয়েছিলেন, কাজ সামলেও শুভজিৎ রাত জেগে তাঁর সঙ্গে ছেলেকে সামলান। আলাপ, বন্ধুত্ব, প্রেম, রেজিস্ট্রি মিলিয়ে সাত বছরের সম্পর্কের পর ২০১৯-এ সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রিয়ম চক্রবর্তী এবং শুভজিৎ কর। টেলিভিশনের চেনা দুই মুখ। সুন্দর অনুষ্ঠান, বন্ধুদের শুভেচ্ছা, প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে দাম্পত্যের সূচনা হয়েছিল। দু’জনের পথ চলায় এ বার নতুন বাঁক। ছেলেকে নিয়ে সময় কাটছে দম্পতির। শুভজিৎ কাজ করছেন। কিন্তু প্রিয়ম এখন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছেলের সব কাজ সামলাচ্ছেন। ছেলে কিছুটা বড় হওয়ার পর ফের কাজে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে।
আরও পড়ুন, Bollywood News: দীর্ঘদিন বলিউডে কেন দেখা যায়নি? আসল কারণ নিয়ে মুখ খুললেন ভাগ্যশ্রী