রূপালি গঙ্গোপাধ্যায়। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। সদ্য রূপালির পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটল। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সেই নতুন সদস্যকে স্বাগতও জানালেন অভিনেত্রী।
আসলে রূপালি নতুন একটি গাড়ি কিনেছেন। লাল রঙা মহিন্দ্রা থর এখন রূপালির সম্পত্তি। এই গাড়ির দাম আনুমানিক ১৪ লক্ষ টাকার কিছু বেশি। স্বামী অশ্বিন ভার্মার সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।
রূপালি লিখেছেন, ‘ভারতীয় হয়ে ভারতীয় জিনিস কিনুন। ভারতকে সমর্থন করুন’। ভারতীয় হিসেবে গর্ব অনুভব করেন রূপালি। সে কারণেই এই পোস্টের মাধ্যমে দেশীয় জিনিসের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে ধারাবাহিক ‘অন্নপূর্ণা’য় অভিনয় করছেন রূপালি। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বিচারে প্রথম সারিতেই থাকে এই ধারবাহিক। এক গৃহবধূর গল্প রয়েছে চিত্রনাট্যে। যাঁর জীবনে সুখ নেই। সে কারণেই নিজের শর্তে জীবন বাঁচার চেষ্টা করেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২০১৩-এ অশ্বিনকে বিয়ে করেন রূপালি। ২০১৫-এ তাঁদের একমাত্র সন্তান রুদ্রাংশের জন্ম হয়। সন্তানের জন্মের পর সংসার, সন্তান ছিল তাঁর প্রায়োরিটি। ছেলে একটু বড় হওয়ার পর ফের কাজে ফেরার সিদ্ধান্ত নেন রূপালি। সাত বছর পরে ‘অন্নপূর্ণা’ই রূপালির কামব্যাক শো।
আরও পড়ুন, ২০০৫-এ তৈরি ইরফানের ‘দুবাই রিটার্নস’ অবশেষে মুক্তির পথে