Shrabani Bhunia: ডেঙ্গুতে আক্রান্ত শ্রাবণী ভুঁইয়া, দিনে সাত-আট বার জ্বর, কেমন আছেন?
Shrabani Bhunia:কিছু দিন আগেই ডেঙ্গুমুক্ত হয়েছেন অভিনেতা রুবেল দাস। টেলিপাড়ায় আরও এক অভিনেত্রী আক্রান্ত তিনি শ্রাবন্তী ভুঁইয়া। যাকে দেখা গিয়েছে 'জীবনসাথী', 'মাধবীলতা' সহ বেশ কিছু ধারাবাহিকে, একেবারে মুখ্য ভূমিকায়। টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানান, মা'কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাইরে।
কিছু দিন আগেই ডেঙ্গুমুক্ত হয়েছেন অভিনেতা রুবেল দাস। টেলিপাড়ায় আরও এক অভিনেত্রী আক্রান্ত তিনি শ্রাবন্তী ভুঁইয়া। যাকে দেখা গিয়েছে ‘জীবনসাথী’, ‘মাধবীলতা’ সহ বেশ কিছু ধারাবাহিকে, একেবারে মুখ্য ভূমিকায়। টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানান, মা’কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাইরে। সেখান থেকেই জ্বর আসে। পরীক্ষা করে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। আর সময় নষ্ট না করে তিনি চলে যান, দেশের বাড়ি কাঁথিতে। আপাতত সেখানেই রয়েছেন শ্রাবণী। তাঁর কথায়, “আগের থেকে এখন অনেকটা ভাল আছি। মাঝে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে ভাষায় বলতে পারব না। প্লেটলেট এখন স্বাভাবিক। রক্ত পরীক্ষার রিপোর্টও আগের থেকে ভাল এসেছে। কিন্তু খুব দুর্বল হয়ে দিয়েছে আমাকে।”
না, হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে। তাঁর জেঠু চিকিৎসক। তাঁরই পর্যবেক্ষণে চিকিৎসা চলেছে তাঁর। শ্রাবণী যোগ করেন, “একদিন তো এমন বাড়াবাড়ি হয়ে যায় যে জেঠু নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু তা করতে হয়নি ভগবানের কৃপায়। দিনে সাত আট বার কাঁপুনি দিয়ে জ্বর আসত। তবে সে সব এখন কাটিয়ে উঠেছি। ধীরে ধীরে সুস্থতার দিকে এগচ্ছি আমি।” যদিও আপাতত বাড়িতেই থাকার পরিকল্পনা রয়েছে শ্রাবণীর। কালীপুজোর পর ফের কলকাতায় এসে কাজে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তাঁর ধারাবাহিক ‘মুকুট’ শেষ হয়েছে কিছু মাস আগে। কিছুদিনের মধ্যেই আবারও কাজে ফিরতে দেখা যাবে তাঁকে। হাতে ধারাবাহিকের অফারও রয়েছে। সে নিয়ে চলছে কথাবার্তাও।
View this post on Instagram