ছেলে আদিদেবকে শিক্ষকের আসনে বসালেন সুদীপা!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 05, 2021 | 11:59 AM

Teachers Day: মাতৃত্ব এক অধ্যায়। প্রত্যেক নারীকে সম্পূর্ণ করে এই অধ্যায়। জীবনে সন্তান এলে সে-ই হয়ে ওঠে মায়ের প্রকৃত শিক্ষক। সে-ই মাকে গোড়া তোলে। সন্তানের জন্মের সময় জন্ম হয় এক মায়েরও। এবং সেই মা সময়ের সঙ্গে আরও বেশি পূর্ণতা পায়।

ছেলে আদিদেবকে শিক্ষকের আসনে বসালেন সুদীপা!
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় ও তাঁর ছেলে আদিদেব চট্টোপাধ্যায়

Follow Us

আজ ৫ সেপ্টেম্বর। আজ শিক্ষক দিবস। সারা দেশের ছাত্রছাত্রীরা আজ ভীষণ ব্যস্ত। সকাল হতেই তাঁদের শুরু নানা আয়োজন। কেউ শিক্ষকের বাড়ির দরজায় কড়া নাড়ছে। করোনা আবহে সম্মুখে সাক্ষাৎ হচ্ছে না বলে পার্সেলে করে উপহার পাঠাচ্ছেন প্রিয় ম্যাম বা স্যারকে। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রিয় দিদিমণি বা মাস্টারমশাইয়ের জন্য বার্তা। সক্কাল-সক্কাল অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও একটি নিদারুণ পোস্ট করেছেন। তাঁর একরত্তি পুত্র আদিদেবকে সঙ্গে নিয়ে ছবি দিয়েছেন। পোস্টে স্পষ্ট করেছেন, আদিদেবকেই আপাতত তিনি বসিয়েছেন শিক্ষকের আসনে। সেই সঙ্গে লিখেছেন কারণও।

আদিদেবের সঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন সুদীপা। ক্যাপশনে লিখেছেন, “শিক্ষা দ্যান যিনি- তিনিই তো ‘শিক্ষক’? তাই, যাঁদের কাছ থেকে ‘শিক্ষা’ পেয়েছি- তাঁদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমার নতুন এক শিক্ষকের সাথে আলাপ করিয়ে দিই। ইনি- আদিদেভ চ্যাটার্জ্জী। যিনি আমাকে ‘মা’ হওয়া যে মুখের কথা নয়,তা পদে পদে, প্রতিদিন শেখাচ্ছেন। মা হওয়ার শিক্ষা তো একমাত্র সেই-ই আমাকে দিতে পারে। আর কেউ নয়। তাই না? সেদিন তিনি,হঠাৎই শুটিং’এ এসে হাজির। এসেই প্রথম কথা-“মা! বাড়ী চলো।” এমন কঠিন পরীক্ষা আগে কেউ দিতে বলেনি। এ পরীক্ষার চিটিং চলবে না। কি যে করি? … দেখুন কেমন রাগ করেছে?”

সন্তানের আবদার মেটাতে ব্যস্ত সুদীপা। সন্তান ও কাজ এই দুইয়ের মধ্যে ভারমাস্য বজায় রাখা যে কতটা কঠিন কাজ, তা নিজের পোস্টে ব্যক্ত করেছেন অভিনেত্রী। তিনি শুটিং করছিলেন। সন্তান ফ্লোরে এসে তাঁকে বাড়ি যেতে বলেছে। কাজ করবেন, নাকি সন্তানের কথা মতো তাঁর সঙ্গে বাড়ি যাবেন। এই দোটানার নামই বোধহয় ‘মাতৃত্ব’!

আরও পড়ুন: Teacher’s Day: বড় পর্দার শিক্ষক-ছাত্র পরম্পরা, দেখিয়েছিল এই ৮টি ছবি

আরও পড়ুুনসুন্দর দেখতে ছেলে দেখে কী করলেন শ্রীলেখা, মাশুল গুনতে হল বড়

Next Article