AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhai Dooj 2021: স্বস্তিকার দাদা টলিউডেরই সদস্য, ভাইফোঁটার দিন প্রকাশ্যে ছবি

Bhai Dooj 2021: স্বস্তিকার দাদা অর্থাৎ অভিষেক রায়। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার। বহু বাংলা ছবি এবং ধারাবাহিকের কস্টিউমের দায়িত্ব সামলান অভিষেক।

Bhai Dooj 2021: স্বস্তিকার দাদা টলিউডেরই সদস্য, ভাইফোঁটার দিন প্রকাশ্যে ছবি
স্বস্তিকা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 3:21 PM
Share

আজ ভ্রাতৃদ্বিতীয়া। প্রতিপদেও ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দিয়েছেন বোনেরা। আর আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। ব্যতিক্রম নন সেলেবরাও। নিজেদের ভাইফোঁটা সেলিব্রেশনের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেমন দাদার সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁর এই দাদা টলিউড ইন্ডাস্ট্রিরই সদস্য।

স্বস্তিকার দাদা অর্থাৎ অভিষেক রায়। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার। বহু বাংলা ছবি এবং ধারাবাহিকের কস্টিউমের দায়িত্ব সামলান অভিষেক। সেলেবদের বিয়ের পোশাক তৈরি করে দেন। আবার কারও ক্ষেত্রে পার্সোনাল ডিজাইনও করে দেন তিনি। স্বস্তিকার সঙ্গে অভিষেকের দাদা-বোনের সম্পর্ক। তাই ভাইফোঁটার দিনটা তাঁদের কাছে স্পেশ্যাল।

অভিষেকের সঙ্গে নিজের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসা পাঠানো,আর আশীর্বাদ পাওয়াটা কনস্ট্যান্ট।’

সদ্য প্রথম ওয়েব সিরিজ ‘আনন্দ আশ্রম’-এর শুটিং শেষ করেছেন স্বস্তিকা। এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই স্বস্তিকা বলেছিলেন, “এই গল্পটা থ্রিলার লেস, হন্টেড মোর। সাসপেন্স মিস্ট্রি বলতে পারেন। পরিচালক অরিজিৎ চক্রবর্তী। রুদ্রনীলদা, প্রান্তিক রয়েছে। আমার কাছে যখন চিত্রনাট্য আসে, তখন ৬৫ শতাংশ শুটিং হয়ে গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। ওঁর প্রয়াণের পর বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। কিন্তু স্টোরি চেঞ্জ হয়নি। যে ভাবে লেখা ছিল স্টোরিটা, সে ভাবেই হয়েছে। আমার মনে হয়েছে স্টোরিটা ইন্টারেস্টিং। কেন এত ভাল লেগেছে, নির্দিষ্ট কারণ বলতে পারব না।”

সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকার মিউজিক ভিডিয়ো ‘ঠাকুর জামাই’। সেখানে তাঁর নাচ দেখছেন দর্শক। ভাল বা খারাপ লাগতেই পারে দর্শকের। কিন্তু সকলে গানটি দেখুন, এটাই চেয়েছিলেন অভিনেত্রী। স্বস্তিকা আগেই ইনস্টাগ্রাম লাইভে বলেছিলেন, “সকলের থেকে আলাদা হোক আমার প্রথম মিউজিক ভিডিয়ো, এটা চেয়েছিলাম। সেটা পেয়েছি।”

মিউজিক ভিডিয়োতে এর আগে স্বস্তিকাকে দেখা যায়নি। এ প্রসঙ্গে রিলিজ হওয়ার ঠিক আগে ইনস্টাগ্রাম লাইভে স্বস্তিকা বলেন, “… এটা অনেক পুরনো একটা গান। জোনাই সিং এই গানটা প্রথম আমার কাছে নিয়ে আসেন। ক্লাসি ফ্লেভার, ক্লাসি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই গানটার নির্দিষ্ট কিছু দর্শক অলরেডি রয়েছে। আমি এমন কাজ আগে করিনি। কোনও মিউজিক ভিডিয়োতে আগে কাজ করিনি। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ ছিল। সুদর্শন চক্রবর্তীকে অনেক ধন্যবাদ, উনি কোরিওগ্রাফ করেছেন। এটা কিন্তু আইটেম সং নয়। এত পরিচিত গানকে আইটেম সং হিসেবে ট্যাগ করতে পারব না আমরা। ক্লাসি, পেপি নাম্বার। ঋতি খুব সুন্দর ভাবে গেয়েছে। সোম চক্রবর্তীর কম্পোজিশন।”

আরও পড়ুন, Kali Puja 2021: মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সুদীপা, আদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ‘নতুন পিসি’

আরও পড়ুন, Interview: ইঁদুর দৌড়ে বিশ্বাসী নই, কিন্তু গডফাদার ছাড়া টিকে থাকতে হলে স্ট্রাগল থাকবেই: অনিকেত মিত্র