Adrija Roy: ছোট পর্দায় মুখ্য চরিত্রে ফিরছেন অদ্রিজা, এবার তিনি মৌ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 14, 2021 | 7:08 PM

কী নিয়ে এই ধারাবাহিক? জানা যাচ্ছে, ছেলে-মেয়ের মধ্যে যে বৈষম্য আজও বিদ্যমান তাই এই ছবির প্রধান প্লট। মেয়ে 'পরের ধন' নয়, বরং বয়স শেষে বাবা-মা'র অবলম্বন-- এই বার্তাই দেবে ধারাবাহিকটি।

Adrija Roy: ছোট পর্দায় মুখ্য চরিত্রে ফিরছেন অদ্রিজা, এবার তিনি মৌ
অদ্রিজা

Follow Us

 

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জারি চর্চা। ক্রুশল আহুজার সঙ্গে বিশেষ বন্ধুত্ব নিয়েচলছে বিস্তর কাটাছেঁড়া। এরই মধ্যে সুখবর দিলেন অভিনেত্রী অদ্রিজা রায়। আবারও ছোট পর্দার মুখ হতে চলেছেন তিনি। আসতে চলেছে অদ্রিজার নতুন ধারাবাহিক ‘মৌ এর বাড়ি’। নামভূমিকায় অদ্রিজা। বিপরীতে রয়েছেন অভিষেক বীর সিং।

কী নিয়ে এই ধারাবাহিক? জানা যাচ্ছে, ছেলে-মেয়ের মধ্যে যে বৈষম্য আজও বিদ্যমান তাই এই ধারাবাহিকের প্রধান প্লট। মেয়ে ‘পরের ধন’ নয়, বরং বয়স শেষে বাবা-মা’র অবলম্বন– এই বার্তাই দেবে ধারাবাহিকটি। প্রযোজক সুরিন্দর ফিল্মস। বিগত এক বছর ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অদ্রিজা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ দুজনে। এ ছাড়াও করেছেন ছবির কাজও। মেগা মানেই মাসের বেশ অনেকটা দিন ‘ব্লক’ হয়ে যাওয়া। ওয়েব সিরিজের কাজে কি তবে সাময়িক ইতি? টিভিনাইন বাংলাকে অদ্রিজা বললেন, “ইতি বলা ঠিক নয়। আমার প্রযোজনা সংস্থা এবং চ্যানেল ভীষণ ভাল। ওদিককার কাজ হয়তো কমবে আগের চেয়ে। তবে দুই তরফেই অ্যাডজাস্ট করে করতে হবে।” ধারাবাহিকটিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ভরত কলকেও। কালারস বাংলায় অগস্ট থেকে দেখা যাবে ধারাবাহিকটি।


তবে শুধু ‘মৌ এর বাড়ি’ই নয়, সংশ্লিষ্ট ওই চ্যানেলটিতে আসতে চলেছে আরও তিনটি নতুন ধারাবাহিক। এর মধ্যে রয়েছে তিন শক্তির আধার, মন মানে না এবং দত্ত অ্যান্ড বৌমা। মন মানে না তে অভিনয় করতে চলেছেন অঞ্জনা বসু। থাকছে আরও নানা চমক। সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকে দেখা যাবে বাকি তিন ধারাবাহিকও।

আরও পড়ুন- স্ত্রীকে ফেরাতে আদালতে হাজির রোশন, এলেন না শ্রাবন্তী, আইনজীবী মারফৎ চাইলেন সময়

Next Article