Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiyasha Lepcha Gossip: বিচ্ছেদের দু’মাস পার, পাত্র খুঁজছেন ‘শ্যামা’ তিয়াসা!

Tiyasha Lepcha: কাজের বাইরে যতবারই তিয়াসা-সুবান সম্পর্ক শিরোনামে এসেছে, ততবারই উঠেছে প্রশ্ন। তাহলে কি তাঁদের সম্পর্কের মাঝে কোনও তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে?

Tiyasha Lepcha Gossip: বিচ্ছেদের দু'মাস পার, পাত্র খুঁজছেন 'শ্যামা' তিয়াসা!
মনের মানুষের অপেক্ষায় তিয়াসা!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 6:27 PM

২৮ ফেব্রুয়ারি খাতায়-কলমে বিচ্ছেদ হয়েছে তিয়াসা লেপচা-সুবান রায়ের। সাড়ে তিন বছরের দাম্পত্যে অবশেষে ইতি। বিচ্ছেদের কেটে গিয়েছে দু’-মাস। এর মধ্যেই তিয়াসা শেষ করেছেন ‘কৃষ্ণকলি’। যে ধারাবাহিকের হাত ধরে উত্থান তাঁর। তারপর বেশ কয়েকদিন সঞ্চালক হিসেবেও দর্শকরা পেয়েছেন তাঁকে।

কাজের বাইরে যতবারই তিয়াসা-সুবান সম্পর্ক শিরোনামে এসেছে, ততবারই উঠেছে প্রশ্ন। তাহলে কি তাঁদের সম্পর্কের মাঝে কোনও তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে? তাই কি সম্পর্ক মোড় নিয়েছে অন্য বাঁকে? না কোনও উত্তর মেলেনি। বিচ্ছেদের পর এখন তাহলে কেমন আছেন তিয়াসা? এখন কি একলাযাপন? নাকি মনের মানুষের সন্ধান পেলেন?

এই বিষয়ে তিয়াসার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রীর উত্তর, “আমি ভেবেছি আমি চির-সিঙ্গল হয়ে থাকব। না, আমি এখন প্রেম করছি না। আমি নিজের ইউটিউব চ্যানেল নিয়ে খুব ব্যস্ত। ট্রাভেল, ফুড নিয়ে কাজ করছি। সঙ্গে আছে আমার আর এক দায়িত্ব তোজো। নিজেকে নিয়ে এত ব্যস্ত বোঝাতে পারব না।” কিন্তু চির-সিঙ্গল হয়ে কি বাঁচা সম্ভব? প্রশ্ন করা হলে নায়িকার জবাব, “তা তো অবশ্যই নয় , আমি তখন বড় বড় করে বিজ্ঞাপন দিয়ে দেব আমার বয়ফ্রেন্ড চাই। পাচ্ছি না।”

কেমন মনের মানুষ চাই? “লম্বা হতে হবে, একটু ভাল বডি হলে ভাল হয়। আর অবশ্যই ভাল মনের মানুষ হতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হল যে আমাকে হাসাতে পারবে।” সত্যিই কাজ তো চলবেই। কাজ ছাড়া যেমন বাঁচা কঠিন তেমনই মনের মতো সঙ্গীরও তো প্রয়োজন। আপাতত জীবন সেই সঠিক মানুষটির অপেক্ষায় অভিনেত্রী।

আপাতত নতুন ধারাবাহিকের শুরুর অপেক্ষা। কৃষ্ণকলির সাফল্যের পর স্টার জলসায় একদম নতুন ভাবে নতুন রূপে আসতে চলেছেন অভিনেত্রীর। এখনও প্রোমো শুটও হয়নি। কবে থেকে শুরু হবে শুটিং সে কথাও জানা যায়নি। তবে নতুন কোনও চমক যে আসতে চলেছে তা আন্দাজ করাই যায়।

আরও পড়ুন:Bengali Serial TRP: সব ছাপিয়ে বেঙ্গল টপার ‘ধুলোকণা’, টিআরপি তালিকায় এক অবিশ্বাস্য কাণ্ড!

আরও পড়ুন:Saoli Chattopadhyay: আমার কিছু-কিছু অন্তরঙ্গ সিন কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে: শাঁওলি চট্টোপাধ্যায়

আরও পড়ুন:Solanki Roy: এ কোন সোলাঙ্কি! ‘খড়ি’র নতুন রূপে চমকে গেলেন টেলিদর্শকরা