AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শেষ করে দেব তোমার জীবন’, কাকে এমন বললেন অলিভিয়া?

Alivia Sarkar: অলিভিয়া হুমকি দিলেন বটে। তবে তার কারণও রয়েছে। অলিভিয়ার মধ্যে ঘুমিয়ে থাকা ‘খলনায়িকা’ নাকি আবার জেগে উঠেছে।

‘শেষ করে দেব তোমার জীবন’, কাকে এমন বললেন অলিভিয়া?
অলিভিয়া সরকার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 1:15 PM
Share

‘শেষ করে দেব তোমার জীবন’। এ তো ওপেন থ্রেট! এমন ভাবেই সরাসরি হুমকি দিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার! তাও আবার সোশ্যাল মিডিয়ায়।

হ্যাঁ, অলিভিয়া হুমকি দিলেন বটে। তবে তার কারণও রয়েছে। অলিভিয়ার মধ্যে ঘুমিয়ে থাকা ‘খলনায়িকা’ নাকি আবার জেগে উঠেছে। টেলিভিশন শুটিংয়ের দিনগুলো মিস করছেন তিনি। ফের ফিরতে চাইছেন টেলিভিশনে। আর সে কারণেই এই রিল ভিডিয়ো!

এ প্রসঙ্গে TV9 বাংলাকে বললেন অলিভিয়া বললেন, “টেলিভিশন অন্য রকম মজা। ‘জয়ী’ আমার শেষ কাজ। তাও তিন বছর হয়ে গেল। তারপর এক, দুদিনের ক্যামিও করেছি। কিন্তু আমার খলনায়িকা যে মোডটা, যেটাতে দর্শক পছন্দ করেন, সেটার শেষ কাজ ‘জয়ী’।”

View this post on Instagram

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

আবার টেলিভিশনে ফিরতে চাইছেন? অলিভিয়া বললেন, “এমন তো ব্যাপার নেই যে টেলিভিশন করব না। স্বীকৃতি, পরিচিতি দেওয়া, অভিনেত্রী হিসেবে স্ট্রং করা সবই তো করেছে টেলিভিশন। টেলিভিশন আমাকে সব দিয়েছে। তবে আরও ভাল কিছু করার ইচ্ছে আছে। এক সময় ‘মিলন তিথি’, ‘ভুতু’, ‘ঝাঁজ লবঙ্গ ফুল’ একসঙ্গে চলেছে, অল্টারনেট ডে তে শুটিং করেছি। একটা সময় মনে হয়েছিল ব্যালান্সের খুব প্রয়োজন। পার্সোনাল লাইফে একটুও সময় দিতে পারছিলাম না। এখন আর কাউকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়ার নেই। ফলে কাজের ফ্লো শুরু হোক।”

এই যে রিল ভিডিয়ো পোস্ট করলেন, এটা কি টেলিভিশন নির্মাতাদের জন্য কোনও মেসেজ? হেসে অলিভিয়া বললেন, “আমি এর মধ্যে অনেক সিরিয়াল ছেড়ে দিয়েছি। আমারই দোষ। এক সপ্তাহ আগেই ফোন এসেছিল। তখনও মনে হয়েছিল প্রিপায়ের্ড নই। একটা সময় মনে হয়েছিল, ব্রেক নেওয়া দরকার ছিল । এখন লকডাউনের পর মনে হচ্ছে ব্রেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি যখন কাজ করতাম তখন ২৪ ঘণ্টা শুটিং হত। ফলে একসঙ্গে অত আর্টিস্ট, আড্ডা, শুটিং সবটা খুব মিস করছি। ভাল চরিত্র এলেই আবার ফিরতে চাই।”

আরও পড়ুন, ‘সাবুদির মজার কথা থেকে বুঝে নিতে হয়, প্রশংসা নাকি অন্য কিছু’, বললেন অনিন্দিতা