‘সাবুদির মজার কথা থেকে বুঝে নিতে হয়, প্রশংসা নাকি অন্য কিছু’, বললেন অনিন্দিতা

Anindita Ray chaudhury Sabitri Chatterjee: সাবিত্রীর সঙ্গে অনস্ক্রিনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতা লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম মূল্যবান ফ্রেম। জীবন আমাকে যে সুযোগ দিয়েছে তার যোগ্য সম্মান দেবো কথা দিলাম...।’

‘সাবুদির মজার কথা থেকে বুঝে নিতে হয়, প্রশংসা নাকি অন্য কিছু’, বললেন অনিন্দিতা
সাবিত্রীর সঙ্গে অনিন্দিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 12:20 PM

সাবিত্রী চট্টোপাধ্যায়। এক কথায় জীবন্ত কিংবদন্তী। তাঁর সঙ্গে কাজ করতে পারা যে কোনও অভিনেত্রীর কাছেই মূল্যবান অভিজ্ঞতা। ব্যতিক্রম নন অনিন্দিতা রায় চৌধুরিও। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’য় প্রথমবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।

এ বিষয়ে TV9 বাংলাকে বললেন, “সাবুদিকে দেখলেই আমার মনে হয়, ‘ধন্যি মেয়ে’, ‘মৌচাক’, ‘মরুতীর্থ হিংলাজ’, যে জীবনটা সাদা কালো পর্দায় দেখেছি, সেটাতে উনি ছিলেন। ভয়ঙ্কর অভিনেত্রী। একসঙ্গে স্ক্রিন শেয়ার করলে ভয়ে থাকি। সারাক্ষণ মজা করেন। ফ্লোর মাতিয়ে রাখেন। ওঁর বয়স নিয়ে কেউ কিছু বলতে পারি না আমরা। নিজেদেরই লজ্জা করে। যে এনার্জি দেখান, আমার তো মনে হয়, নিজে এই বয়সে পৌঁছবই না।”

এত বড় মাপের অভিনেত্রীর সঙ্গে কাজ। কখনও কি অনিন্দিতার অভিনয় দেখে সাবিত্রী প্রশংসা করেছেন? অনিন্দিতা হেসে বললেন, “সাবুদি সব কথাই মজার ছলে বলেন। সেটা থেকেই বুঝে নিতে হয়, প্রশংসা নাকি অন্য কিছু। একটা সিন করার সময় আমরা তো হুবহু স্ক্রিপ্ট ফলো করি না। নিজেদের মতো করি, পরিচালকের বক্তব্য থাকে। সাবুদির সঙ্গে সিন থাকলে এমন একটা ট্রিক বলে দেন, আমরা অবাক হয়ে যাই।”

সাবিত্রীর সঙ্গে অনস্ক্রিনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতা লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম মূল্যবান ফ্রেম। জীবন আমাকে যে সুযোগ দিয়েছে তার যোগ্য সম্মান দেবো কথা দিলাম…।’

এই মুহর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘দেশের মাটি’ ধারাবাহিকেও অনিন্দিতার অভিনয় দেখছেন দর্শক। সেখানে তিনি নোয়ার (অভিনেত্রী শ্রুতি দাস) মা। সেই চরিত্রেও ছক ভাঙা কাজ করেছেন অনিন্দিতা। আর এই ধারাবাহিকে ‘চান্দ্রেয়ী’ চরিত্রটি পুরোপুরি নেগেটিভ। পারফরম্যান্স দিয়ে তার যোগ্য মর্যাদা দিচ্ছেন তিনি।

আরও পড়ুন, নিজের পার্টনারের ছবি প্রকাশ করে পরিচয় দিলেন নভ্যা!