গত ১০ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনিন্দিতা রায় চৌধুরি। কেরিয়ার শুরু করেছিলেন ক্যামেরার নেপথ্যে। এখন তিনি অভিনেত্রী। এত বছর এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকার পর ইন্ডাস্ট্রির অপমান কোথাও গায়ে লাগে। টেলিভিশন নিয়ে অনেকের নাক উঁচু ভাব লক্ষ্য করেন তিনি। নাম না করেও সেই সব কলাকুশলীদের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন তিনি। কমেন্ট বক্সে ইন্ডাস্ট্রির বহু সতীর্থই তাঁকে সমর্থন করেছেন।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে অনিন্দিতা বললেন, “থ্যাঙ্ক গড আমি টেলিভিশনে কাজ করি না’। ‘এখন যা কাজ হচ্ছে, আমি কোনওদিন এ ভাবে কাজ করতে পারবই না’, এ সব কথা অনেকে বলেন। আমি এমন অনেককে চিনি যাঁরা এ সব বলেন, অথচ কাজ করতে চান। আবার অনেকে কাজ পান না, সোশ্যাল মিডিয়ায় নিজেকে এলিট প্রমাণ করার জন্য এ সব বলে। টেলিভিশনে কনটিনিউয়াস কাজ হয়। ইভোলিউশন হয়। কারণ অডিয়েন্স চেঞ্জ হয়েছে। যাঁরা আমাদের মাথায় রয়েছেন তাঁরা বিষয়টা অনেক ভাল বোঝেন। এখন বছরে ১০টা ছবি হচ্ছে। আমাকে কেউ নিচ্ছেন না বলে আমি তো বলতে পারি না, ধুর ফালতু ছবি! যে যা করতে চাইছেন, সেটা তাঁর চয়েজ। টোটাদা মুম্বইতে কাজ করছেন, এত সিনিয়র অ্যাক্টর। আবার টেলিভিশনেও কাজ করলেন। ফলে যাঁরা এ সব বলছেন, হয়তো এটা তাঁদের মানসিকতা। সেটা খারাপ লাগে।”
অনিন্দিতার দাবি, শুধুমাত্র অভিনেতা, অভিনেত্রীরা নন, বিভিন্ন সেক্টরের সঙ্গে জড়িত পেশাদারদের এ কথা বলতে তিনি শুনেছেন। এ প্রসঙ্গে ফেসবুকে অনিন্দিতা লিখেছেন, ‘আমি গত দশ বছরে ক্যামেরার পিছনে যতটুকু কাজ করেছি তার মধ্যে যেমন সিনেমাও ছিল, তেমনই টেলিভিশনও ছিল! আমি আমার ক্ষুদ্র অভিনয় জীবনে যতটুকু কাজ করেছি তার বেশিরভাগই টেলিভিশনে, অবশ্যই আরও অনেকের মতোই তা নিয়ে আমার কোনো লজ্জা নেই, কোনও কাজের অডিশনে আমি সেটাই বলি, অনেক ভাল কাজ করার স্বপ্নও দেখি, কিন্তু ভাল কাজের সঙ্গে (আমার স্বল্প জ্ঞান অনুযায়ী) টেলিভিশন বা সিনেমাতে কাজের তো কোনো কন্ট্রাডিকশন নেই। অবাক লাগে যখন কাউকে টেলিভিশনে কাজ করা নিয়ে সারকাজম করতে দেখি, বিশেষ করে তাঁরা যখন এই শিল্পজগতেরই এক একজন কারিগর, সে যে ক্ষেত্রেই হোন না কেন, ক্যামেরার পিছনে বা সামনে!! শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নিজেকে উচ্চশিক্ষিত এলিটিস্ট এবং আমি ছাড়া বাকি সব খারাপ “প্রমাণ করার চেষ্টাটা” বড্ড বোঝা যায় আসলে!’
বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’য় অভিনয় করছেন অনিন্দিতা। এই মুহর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘দেশের মাটি’ ধারাবাহিকেও অনিন্দিতার অভিনয় দেখছেন দর্শক। সেখানে তিনি নোয়ার (অভিনেত্রী শ্রুতি দাস) মা। সেই চরিত্রেও ছক ভাঙা কাজ করেছেন অনিন্দিতা। আর এই ‘ধুলোকণা’য় ‘চান্দ্রেয়ী’ চরিত্রটি পুরোপুরি নেগেটিভ। পারফরম্যান্স দিয়ে তার যোগ্য মর্যাদা দিচ্ছেন তিনি।
আরও পড়ুন, KBC 13: ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রথম সপ্তাহেই থাকছেন সৌরভ, শেহবাগ?