রিয়েল লাইফে অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তিনি অর্থাৎ অভিনেত্রী অঞ্জনা বসু। দীর্ঘদিন পরে টেলিভিশনে ফিরছেন অঞ্জনা। সৌজন্যে আসন্ন ধারাবাহিক মন মানে না। সেখানে মুখ্য অ্যান্টাগনিস্টের চরিত্রে তাঁর অভিনয় দেখবেন দর্শক। বড়মা নামেই অনস্ক্রিন পরিচিত হবেন তিনি। শুধু তাই নয়, এই চরিত্রের একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে বলে খবর।
বহুদিন পরে এই ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশনে ফিরছেন অঞ্জনা। যে চরিত্রে তাঁর অভিনয় দেখা যাবে, তেমন কাজ অঞ্জনার কেরিয়ারে খুব বেশি নেই। বিজয়িনী ধারাবাহিকের পর ফের কাজ করছেন তিনি। শাড়ির মার্জিত সাজ। হাতে মোটা মোটা শাঁখা, পলা, বালা। কানে এবং গলায় হালকা থেকে ভারী গয়না। নাকে বড় নাকছাবি। সিঁথিতে চওড়া সিঁদুর। তবে সবথেকে বেশি নজরকাড়া তাঁর কপালের বড় সিঁদুরের টিপ। এ ভাবেই এই ধারাবাহিকের জন্য অঞ্জনার লুক সেট হয়েছে।
অন্যদিকে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্যাম। ব্যক্তিগত সম্পর্কে অভিনেতা জন ভট্টাচার্যের ভাই তিনি। আসন্ন ধারাবাহিক ‘মন মানে না’-র মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই প্রোমো প্রকাশ করেছে সংশ্লিষ্ট চ্যানেল। তা দেখার পর দর্শকের বড় অংশের মনে হয়েছে, একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে শ্যামকে।
এই ধারাবাহিকে শ্যামের বিপরীতে রয়েছেন পল্লবী দে। ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগম’-এর মতো ধারাবাহিকে এর আগে পল্লবীর অভিনয় দেখেছেন দর্শক। কমেডি ড্রামা ‘সরস্বতীর প্রেম’-এও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এ বার তাঁকে প্রতিদিন দেখা যাবে এই নতুন ধারাবাহিকে।
মুখ্য দুই চরিত্র গৌরী এবং রুদ্রর প্রেমের গল্প দিয়ে সাজানো হয়েছে ‘মন মানে না’-র চিত্রনাট্য। ছেলেটি সে ভাবে পড়াশোনার সুযোগ পায়নি। স্বভাব রাগী। মেয়েটি শিক্ষিত। তার নিজস্ব কিছু মূল্যবোধ রয়েছে। শান্ত স্বভাবের এই মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি হবে ছেলেটির।
‘মন মানে না’-র টাইটেল ট্র্যাক তৈরি করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। নিকিতা গান্ধী এবং শাশ্বত সিং গেয়েছেন গান। নতুন গল্প দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
বিধানসভা নির্বাচনের সময় প্রচারে দেখা গিয়েছিল অঞ্জনাকে। পরাজয়ের পর আর তাঁকে প্রকাশ্য রাজনীতিতে সে ভাবে দেখা যায়নি বলে মনে করেন দর্শকের এক অংশ। ফের তিনি মেগার রুটিনে ফিরছেন। ধারাবাহিকের শুটিং করলে অন্যান্য কাজের জন্য খুব বেশি সময় দিতে পারেন না শিল্পীরা। তা হলে কি এখন থেকে আবার পুরোপুরি অভিনয়ে মন দেবেন অঞ্জনা? নাকি অভিনয় সামলে রাজনৈতিক কর্মসূচীতেও তাঁকে সামিল হতে দেখা যাবে? সে প্রশ্ন থাকছেই। তবে নিজের কাজ দিয়েই অঞ্জনা এ সবের উত্তর দেবেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন, ছোট মেয়ে রিয়ার বিয়ের পর ইমোশনাল হয়ে পড়লেন অনিল কাপুর