ছোট মেয়ে রিয়ার বিয়ের পর ইমোশনাল হয়ে পড়লেন অনিল কাপুর

Anil Kapoor: শনিবার অনিলের বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই মেয়ে, দুই জামাই, স্ত্রী এবং ছেলেকে নিয়ে একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন অনিল।

ছোট মেয়ে রিয়ার বিয়ের পর ইমোশনাল হয়ে পড়লেন অনিল কাপুর
বিয়ের দিন নবদম্পতি। অনিল কাপুর (বাঁদিকে)।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 7:49 PM

বাড়ির ছোট মেয়ে। আদরের তো হবেই। সেই মেয়ে যখন বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন, বাবা, মার ইমোশনাল হয়ে পড়াও স্বাভাবিক। ঠিক এই পরিস্থিতি তৈরি হল কাপুর পরিবারে। হ্ঠাৎই বিয়ে করেছেন অনিল কাপুরের ছোট মেয়ে তথা সোনম কাপুরের বোন রিয়া কাপুর। মেয়ের বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে ভার্চুয়াল দুনিয়ায় কিছুটা ইমোশনাল হয়ে পড়লেন অনিল।

শনিবার অনিলের বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই মেয়ে, দুই জামাই, স্ত্রী এবং ছেলেকে নিয়ে একটি গ্রুপ ছবি শেয়ার করেছেন অনিল। কিছুটা ইমোশনাল হয়ে তিনি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে ম্যাগনাম ওপাস শেষ হল। সঙ্গী আমার দুই কন্যা। তিন পুত্র। আমরা সবথেকে বড় ব্লকবাস্টার। আমাদের হৃদয় পরিপূর্ণ। সত্যিই আমাদের পরিবার আশীর্বাদধন্য।’

বিয়ের ঠিক দুই দিন পর রিয়া শেয়ার করলেন বিয়ের প্রথম ছবি। মাথা ভর্তি সিঁদুর, গলায় কুন্দনের সেট, আর মুখে চওড়া হাসি– নববধুর লজ্জা আর চাপা উত্তেজনা যেন ঠিকরে বেরচ্ছে ছবি দিয়ে। পাশে ভরসার হাত ধরে রয়েছেন স্বামী করণ বুলানি।

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

রিয়া শেয়ার করেছেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা। শেয়ার করেছেন ১২ বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কী অবস্থা হয়েছিল তাঁর। কাঁপছিলেন তিনি, কাঁদছিলেনও। হাজার হোক বিয়ে বলে কথা! রিয়া লিখছেন, “১২ বছর… আমার নার্ভাস হওয়া বা আনন্দে গদগদ হওয়া– এই দুটির মধ্যে কোনওটাই হওয়া উচিত ছিল না। কারণ তুমি আমার প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় মানুষ। বুঝতে পারিনি অভিজ্ঞতা ঠিক কেমন হতে চলেছে।” রিয়া যোগ করেন, “আমি এমন একটা মেয়ে যে ১১টার আগে বাবা-মা ঘুমিয়ে পড়ার আগেই বাড়ি ঢুকে যাই। সেই আমার ওই দিন কান্না পেয়েছিল, আমি কাঁপছিলাম। আমার পেট ব্যথা হচ্ছিল… কারণ আমি বুঝতেই পারিনি অনুভূতি এরকম হতে চলেছে। আশা রাখছি দুজনে এমন এক পরিবার গড়ব যে পরিবারে আমাদের জীবনে যত ভালবাসা রয়েছে সবাই এক হবে…।”

বিয়ে নিয়ে অযথা আড়ম্বর চাননি তাঁরা। জুহুর বাংলোতে বসেছিল বিয়ের আসর। আগে থেকে পাপারাজ্জির কাছেও ছিল না খবর। ইণ্ডাস্ট্রির তাবড়দের দেখা যায়নি সেখানে। তবে কাপুর পরিবারের মেয়ের বিয়ে। পরিবার জুড়েই সেলেব। তাই বিয়ের দিন হাজির থাকতে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বণি কাপুর থেকে শুরু করে সানায়া কাপুর-অর্জুন কাপুর সহ অনেককেই।

বিয়ে নিয়ে প্রচার না চাইলেও সেই কবে থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে সরব রিয়া-করণ। গত বছর রিয়ার জন্মদিনে করণ লেখেন, “তুমি আমার জীবন যেভাবে খুশিতে ভরিয়ে দিয়েছ আশা করছি একদিন তোমার জীবনেও এমন খুশি নিয়ে আসতে পারব আমি। জন্মদিন হাসি-ভালবাসায় ভরে উঠুক। গত বছরের চেয়েও এই বছরটি আরও আনন্দে কাটুক।” অন্যদিকে রিয়াও পিছিয়ে নেই। করণের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিয়ে তিনি লিখেছিলেন, “একসঙ্গে বড় হয়ে উঠেছি যে মানুষটার সঙ্গে সেই মানুষটার জন্মদিন। তুমি আমার ভালবাসা। ১২ বছরটা একসঙ্গে কাটানোর সময় হিসেবে একেবারেই যথেষ্ট নয়। মনে হয় এই তো দেখা হল… #মাইম্যান।”

আরও পড়ুন, চার বছর পর কোন প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ায় লজ্জা পেলেন স্বস্তিকা?