চার বছর পর কোন প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ায় লজ্জা পেলেন স্বস্তিকা?
Swastika Dutta: ছবি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘ঠিক চার বছর পরো দেখা হল। আর আমার মুখে যে লালচে ভাব দেখতে পাচ্ছেন, তার কারণ আমি ব্লাশ করছি।’
অনেকদিন পরে প্রিয়জনের সঙ্গে দেখা হলে আমরা প্রত্যেকেই খুশি হই। অভিনেত্রী স্বস্তিকা দত্তও তার ব্যতিক্রম নন। সদ্য তেমনই এক প্রিয় মানুষ প্রিয় অভিনেতার সঙ্গে দেখা হল স্বস্তিকার। সোশ্যাল ওয়ালে সেই সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
স্বস্তিকার সেই প্রিয় অভিনেতা হলেন বিক্রম চট্টোপাধ্যায়। হ্যাশ ট্যাগে স্বস্তিকা লিখেছেন, এত বছর ধরে বিক্রম তাঁর পছন্দের। এই মুহূর্তে নাচের একটি রিয়ালিটি শোয়ের শুটিংয়ে অঙ্কুশের সঙ্গে মিলিত ভাবে সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম। হয়তো তার শুটিংয়েই উপস্থিত ছিলেন স্বস্তিকা।
ছবি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘ঠিক চার বছর পরো দেখা হল। আর আমার মুখে যে লালচে ভাব দেখতে পাচ্ছেন, তার কারণ আমি ব্লাশ করছি।’
View this post on Instagram
সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। দীর্ঘ সময় ধরে দর্শকের ভালবাসা পেয়েছন টিমের সদস্যরা। বিশেষ করে স্বস্তিকা যেন দর্শকের ঘরের লোক। তাঁর অভিনীত রাধিকা চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল। শুটিং শেষ হওয়ার পর এখন ছুটি উপভোগ করছেন স্বস্তিকা। ধারাবাহিক দৈনন্দিন রুটিন থেকে এখন অভিনেত্রীর রুটিন একেবারে আলাদা।
স্বস্তিকা আগেই জানিয়েছেন, যোগা, জিম নতুন করে শুরু করেছেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আর কিছুদিনের মধ্যেই সেই নতুন লুক প্রকাশ করবেন। এ প্রসঙ্গে TV9 বাংলাকে স্বস্তিকা বলেন, “বিজয়িনীর পর সে ভাবে গ্যাপ পাইনি। তাই এখন নিজেকে গ্রুম করব। সিরিয়াল তো করবই। কিন্তু ওয়েবেও কাজ করতে চাইছি। আমার ইচ্ছে পরের কাজটা এমন হোক, যাতে সবাই আবার বলবে মেয়েটি ভাল অভিনেত্রী। ভাল কাজের জন্য অপেক্ষা করব। ইনফ্যাক্ট কতদিন গ্যাপ নেব, সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি ভাল কাজ আসবে, তার উপর। পুজো পর্যন্ত ছুটি নেওয়ার ইচ্ছে রয়েছে।”
তবে এই ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন না স্বস্তিকা। প্যানডেমিক পরিস্থিতিতে বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না বলে জানালেন। বরং কলকাতাতেই কিছু কাজ জমে রয়েছে। সেগুলো শেষ করতে চান বলে জানিয়েছিলেন। তবে বিক্রমের সঙ্গে নতুন কোনও কাজ করছেন কি না, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।
ব্যক্তি জীবনে খুব একটা লুকোচুরি নেই স্বস্তিকার। গায়ক শোভনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। সোশ্যাল ওয়ালে বিভিন্ন ছবির মাধ্যমে কয়েক মাস আগেই তাঁদের সম্পর্কের বিষয়টা স্পষ্ট ছিল। স্বস্তিকা নিজেও প্রকাশ্যে শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্বের কথা স্বীকার করে নেন। কেরিয়ারে আপাতত কিছুদিন বিরতি নিয়েছেন তিনি। ফের তাঁকে কোন ধারাবাহিকে দেখা যাবে তা নিয়ে জ্ল্পনা রয়েছে। শোনা গিয়েছিল, কী করে বলব তোমায়-এর সিকুয়েল তৈরি হবে। তবে সে সম্ভবনা আপাতত নেই, তা স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেত্রী। এই অবসরে নিজেকে পরের কাজের জন্য প্রস্তুত করছেন স্বস্তিকা।
আরও পড়ুন, অনস্ক্রিন ভাগ্নে হৃদয়ের রিসেপশনে হাজির পর্দার শ্রীরামকৃষ্ণ-সারদামণি
আরও পড়ুন, শিল্পা শেট্টির বোন হিসেবে পরিচিত হয়ে এগোনো সহজ ছিল না, বিস্ফোরক শমিতা