হালফিলে বলিপাড়ার গুঞ্জন বিগবসের ১৫ সিজনে নাকি দেখা যেতে চলেছে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। এও শোনা যাচ্ছিল ইতিমধ্যেই নাকি তাঁর কাছে পৌঁছে গিয়েছে অফার। তিনি ব্যাপারটি নিয়ে চিন্তা ভাবনা করছেন। অবশেষে এ নিয়ে নীরবতা ভাঙলেন অঙ্কিতা। গোটা বিষয়টিকে কার্যত নস্যাৎ করে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অঙ্কিতা।
তিনি লেখেন, “ব্যাপারটা আমারও নজরে এসেছে । কিছু মিডিয়ায় লেখালেখি চলছে বিগবসের এই সিজনে নাকি আমি রইছি। আমি তাঁদের পরিষ্কার করে একটা কথাই জানাতেই চাই, আমি কোনও মূল্যেই ওই শো’র অন্তর্ভুক্ত হব না। যা শুনেছেন তা ভিত্তিহীন।” প্রসঙ্গত, গুঞ্জন রটতেই অঙ্কিতাকে নিয়ে শুরু হয়ে যায় ট্রোলও। নেটিজেনদের একাংশ তাঁর এবং সুশান্ত সিং রাজপুতের পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ্যে ‘বেচতে’ই নাকি ওই রিয়ালিটি শো’য়ে অংশ নেবেন অঙ্কিতা। সেই প্রসঙ্গ টেনে এনেই অঙ্কিতা লেখেন, “যার অংশই আমি নই মানুষ আজকাল তা নিয়েও ঘৃণা ছড়াতে ছাড়ে না।”
অন্যদিকে শোনা যাচ্ছে এই সিজনে নাকি দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকেও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। গত বছর ভারতের গুগুল সার্চে রিয়ার নাম ছিল দ্বিতীয় নম্বরে। তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বছর ঘুরতে চললেও সেই আলোচনার রেশ জারি। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস। হয় জনপ্রিয়তা পৌঁছে যাবে শিখরে, নয় কমতে শুরু করবে হুড়হুড় করে।তবে শুধু রিয়াই নন, বিগবসের নয়া সিজনে নাকি দেখা যেতে পারে অনুষা দাণ্ডেকর ওরফে ভি.জে অনুষাকে। তাঁরও ব্রেকআপ হয়েছে সম্প্রতি। ঘটনাচক্রে যিনি আবার রিয়ার ভাল বন্ধুও।