AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: হাসি মুখে পোজ়, রোম্যান্স সব মিথ্যে? বিয়ে করে পস্তাচ্ছেন অঙ্কিতা…

Relationship Gossip: অঙ্কিতাকে বলতে শোনা যায়, তিনি আগে বেশ হাসিখুশি থাকতেন, আনন্দে থাকতে, এখন তাঁর মুখে হাসি নেই। তিনি যেভাবে থাকেন, এটা তিনি নন। নিজেকে নিজে চিনতে পারেন না। আর অঙ্কিতার এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় তিনি বিয়ে করে সুখী হননি।

Ankita Lokhande: হাসি মুখে পোজ়, রোম্যান্স সব মিথ্যে? বিয়ে করে পস্তাচ্ছেন অঙ্কিতা...
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 2:43 PM
Share

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন, একে অন্যের সঙ্গে সম্পর্কে থাকার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের পর কেমন আছেন অঙ্কিতা? সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে থাকেন নেটিজ়েনরা। কারও হাসি মুখে পোস্ট, ডিনার ডেট, আদুরে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মানেই সে বা তাঁরা ভাল আছে। তবে সত্যি কি তাই? যেই অঙ্কিতা লোখান্ডেকে দেখেছেন, সেই খুব সহজেই এই কথা মনে করে নিয়েছেন যে তিনি বেশ ভাল আছেন। ভিকির সঙ্গে তাঁর সংসার বেশ সুখের। তবে বিগ বস-এর অন্দরমহলে জুটি হিসেবে এসে এ কী বলে বসলেন অঙ্কিতা? তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে ঘিরে বেশ কিছুদিন ধরেই জল্পনা তুঙ্গে। এবার কেঁদেই ফেললেন অঙ্কিতা। ভিকির সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে বলে বসলেন তিনি ভাল নেই। এই সম্পর্কে, এই বিয়েতে তিনি ভাল নেই।

অঙ্কিতাকে বলতে শোনা যায়, তিনি আগে বেশ হাসিখুশি থাকতেন, আনন্দে থাকতে, এখন তাঁর মুখে হাসি নেই। তিনি যেভাবে থাকেন, এটা তিনি নন। নিজেকে নিজে চিনতে পারেন না। আর অঙ্কিতার এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় তিনি বিয়ে করে সুখী হননি। কারণ তিনি নিজেই সেই দাবি করে বসেন। এতেই দুই ভাগে ভাগ হতে দেখা যায় ভক্তমহলকে। একশ্রেণি মনে করছেন তিনি যা বলছেন, যা করছেন তা সবটাই বিগ বস-এর ঘরে ড্রামা তৈরি করতে, আবার অপর শ্রেণি মনে করছেন, তার মানে এতদিন যা যা করেছেন অঙ্কিতা, যে সুখী দাম্পত্বের ছবি সকলের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন তা কি তাহলে মিথ্যে ছিল? যদিও তা নিয়ে এখন অঙ্কিতা কোনও মন্তব্য না করলেও তাঁর ও ভিকির সম্পর্কে যে ভাঙন ধরতে, তা এক কথায় স্পষ্ট।