AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: ‘আমায় ব্যবহার করেছিস তুই’, স্বামীকে লাথি অঙ্কিতার, সম্পর্ক তলানিতে?

Ankita Lokhande: ভালবেসেই বিয়ে করেছিলেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর তরতরিয়ে চলছিল প্রেমের তরী। সেই প্রেমেই এবার ভাঙন? বিগবস হাউজে ঢোকার পর থেকেই দু'জনের সম্পর্কের অবনতি সকলের চোখে পড়েছে।

Ankita Lokhande: 'আমায় ব্যবহার করেছিস তুই', স্বামীকে লাথি অঙ্কিতার, সম্পর্ক তলানিতে?
স্বামীকে লাথি অঙ্কিতার, সম্পর্ক তলানিতে?
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 6:32 PM
Share

ভালবেসেই বিয়ে করেছিলেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর তরতরিয়ে চলছিল প্রেমের তরী। সেই প্রেমেই এবার ভাঙন? বিগবস হাউজে ঢোকার পর থেকেই দু’জনের সম্পর্কের অবনতি সকলের চোখে পড়েছে। তবে এবার যা হল তা যেন কল্পনারও অতীত। সম্প্রতি বিগবসের বাড়িতে কিছু নিয়মের জন্য ভিকি ও অঙ্কিতাকে আলাদা আলাদা থাকতে হচ্ছে। এতে অঙ্কিতার মন খারাপ হলেও খোদ ‘বিগবস’-এর দাবি ভিকি এই সিদ্ধান্তে খুশিই হয়েছেন। সেই কথাই সামনে আসতে ভিকির উপর মারাত্মক চটে যান অঙ্কিতা লোখন্ডে।

স্বামীকে কার্যত লাথি মেরে তাঁকে বলতে শোনা যায়, “দূরে যা। আমার সামনে থেকে চলে যা। আমার সঙ্গে একদম কথা বলতে আসবি না। তোর সঙ্গে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভুলে যা আমাদের বিয়ে হয়েছে। তুই একা খেলতে চাস, তুই একাই কর যা খুশি। তুই এরকমই চালাক ছিলি,আজীবন। তুই আমায় ব্যবহার করেছিস। দয়া করে চলে যা আমার জীবন থেকে।” শুধু তাই নয় সহপ্রতিযোগী মুনওয়ারের কাছে ভিকিকে উকুনের সঙ্গেও তুলনা করতে দেখা যায় অঙ্কিতাকে। তিনি বলেন, “ও উকুন, শুধুই বেদনাই দিয়ে যাবে। একদিন ওকে বের করে ছুড়ে ফেলে দেব।”

সুশান্তের সঙ্গে বিচ্ছেদ খুব একটা ভাল ভাবে হয়নি অঙ্কিতার। তিনিই বলেছিলেন, সুশান্ত তাঁকে বিনা নোটিসে ছেড়ে গিয়েছেন। ভিকিকে বিয়ের পর তাঁর ভক্তরা পেয়েছিলেন খানিক স্বস্তি! কিন্তু এখানেও কি একই সমস্যা? মন ভাল নেই ভক্তদের। কেন ঝামেলা হচ্ছে দু’জনের? সব ঠিক হয়ে যাক দ্রুত। এমনটাই প্রার্থনা অঙ্কিতা ও ভিকির ভক্তদের।