Ankita-Sushant: ‘আমি যাইনি সুশান্তের শেষ…’, প্রাক্তন প্রেমিকের মৃত্যু নিয়ে কী এমন বললেন অঙ্কিতা লোখান্ডে?
Sushant Singh Rajput: ২০২০ সালের জুন মাসের ১৪ তারিখ (রবিবার) হঠাৎই জুহুতে তাঁর ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। সমস্ত দেশে শোকের ছায়া নেমে পড়ে তখন। অভিনেতার হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়ার কারণে অনেকে তাঁকে ট্রোল করেছিলেন সে সময়।

চলছে বিগ বস ১৭। টেলিভিশনের পর্দায় এই রিয়্যালিটি শো নিয়ে বরাবরই আগ্রহ ছিল দর্শকের মনে। এবারের বিগ বস দারুণ লাইমলাইট কেড়ে নিয়েছে। এবং তা কেড়ে নিয়েছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের জন্য। শোতে অংশগ্রহণ করেছেন অঙ্কিতা এবং তাঁর স্বামী ভিকি জৈন। শোতে মাথা দিয়ে খেলছেন ভিকি। এবং চিরকালই আবেগপ্রবণ অঙ্কিতা খেলছেন মন থেকে। তাঁদের মধ্যে নানাবিধ বিবাদও হয়েছে শোয়ের মধ্যে। নিত্যদিনই তা খবরের শিরোনাম তৈরি করছে। এমন কথাও সামনে এসেছে শো চলাকালীনই অন্তঃসত্ত্বা হয়েছেন অঙ্কিতা।
কিন্তু এবার তিনি চর্চা এসেছেন তাঁর প্রাক্তন প্রেমিক প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কারণে। এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথন চলাকালীন অঙ্কিতা জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর পর তিনি তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে যাননি।
অঙ্কিতা এক প্রতিযোগীকে বলেছেন, “খুব কঠিন সময় দিয়ে গিয়েছিলাম আমরা। সুশান্তকে আমি খুব কাছ থেকে দেখেছি। মানুষ হিসেবে ওঁ ঠিক কেমন আমার থেকে ভাল কেউ জানে না। তাই ওঁর মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। ভাল-খারাপ কোনও মন্তব্যই করতে পারছিলাম না তখন। সুশান্ত কেমন মানুষ, তা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন অনেকেই। কিন্তু আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে, কারও প্রশ্নের উত্তরই দিতে পারিনি সেই সময়।”
এই খবরটিও পড়ুন
তারপর অঙ্কিতা বলেন, “কিন্তু জানেন কি আমি ওর শ্রাদ্ধানুষ্ঠানে যেতে পারিনি। সেই সময় ভিকি আমাকে বলেছিল, ‘তুই যা, বাকিটা আমি দেখে নেব’। কিন্তু আমি ওকে সরাসরি বলেছিলাম, ‘সত্যি বলছি, আমি পারব না যেতে’। সুশান্তকে ওভাবে দেখা আমার পক্ষে সম্ভবই না।”
২০২০ সালের জুন মাসের ১৪ তারিখ (রবিবার) হঠাৎই জুহুতে তাঁর ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। সমস্ত দেশে শোকের ছায়া নেমে পড়ে তখন। অভিনেতার হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়ার কারণে অনেকে তাঁকে ট্রোল করেছিলেন সে সময়। কেননা, সেই সময় অঙ্কিতা সম্পর্কে ছিলেন ভিকি জৈনের সঙ্গে। তবে এসব এখন অতীত। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর ভিকিকেই বিয়ে করেছেন অঙ্কিতা।