ঠোঁটে ঠোঁট, বয়ফ্রেন্ডের জন্মদিনে দামি উপহার অঙ্কিতা লোখন্ডের
যদিও ধেয়ে এসেছে নেগেটিভ কমেন্ট। সুশান্তের প্রাক্তন তিনি। তাই বর্তমানকে চুমু খাওয়ার 'অপরাধে' কমেন্ট বক্সে তাঁর চরিত্র নিয়ে কুৎসিত আক্রমণ করেছেন কেউ কেউ।
একদিকে বন্ধুত্ব দিবস, অন্যদিকে প্রেমিকার জন্মদিন। অগস্টের প্রথম রবিবার অঙ্কিতার কাছে কোনও ছাপোষা দিন নয়, অনেকটাই স্পেশ্যাল। বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে প্রেমিক জৈনের সঙ্গে ভিডিয়ো পোস্ট তাঁর। উপহার দিলেন পছন্দের জিনিস, ঠোঁটেও এঁকে দিলেন চুমু। যদিও কটাক্ষেরও শিকার হতে হল তাঁকে।
ইনস্টাগ্রামে যে ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কিতা তাতে দেখা গিয়েছে শনিবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। চারিদিকে হ্যাপি বার্থ ডে শুভেচ্ছার মধ্যে দিয়েই ভিকিকে বলতে শোনা গিয়েছে, “আমার গিফট কোথায়?” দেরি করেননি অঙ্কিতাও। হাতে তুলে দিয়েছেন অ্যাপেলের এয়ার পড। ভিকির চোখ মুখই বলে দিচ্ছে উপহার পেয়ে কত খুশি তিনি। চলেছে আদরও। প্রেমিকার কপালে, গালে, ঠোঁটে চুমু এঁকে দিয়েছেন ভিকি। পাল্টা আদর ফিরিয়ে দিয়েছেন অঙ্কিতাও।
View this post on Instagram
যদিও ধেয়ে এসেছে নেগেটিভ কমেন্ট। সুশান্তের প্রাক্তন তিনি। তাই বর্তমানকে চুমু খাওয়ার ‘অপরাধে’ কমেন্ট বক্সে তাঁর চরিত্র নিয়ে কুৎসিত আক্রমণ করেছেন কেউ কেউ। সবাই নয়, ভিকির সঙ্গে তাঁর মিষ্টি মুহূর্ত দেখে অঙ্কিতাকে আগামীর শুভেচ্ছাও জানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।
দিন কয়েক আগেই সুশান্ত-অঙ্কিতার হিট ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র শুট শুরু করেছেন অঙ্কিতা। ‘পবিত্র রিস্তা ২’-এ সুশান্তের জায়গায় অঙ্কিতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা শাহির শেখ। শুটিং শুরুর মুহর্তের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে অঙ্কিতা লিখেছিলেন, ‘কখনও কখনও খুব সাধারণ দীবন থেকেই আমরা অসাধারণ প্রেমের গল্প খুঁজে পাই। মানব এবং অর্চনার সেই অসাধারণ প্রেমের গল্পের সাক্ষী থাকুন’।শোনা যাচ্ছে, সুশান্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই এই ধারাবাহিকের দ্বিতীয় ভার্সন তৈরির সিদ্ধান্ত নিয়েছেন একতা এবং অঙ্কিতা। তবে টেলিভিশনে নয়, অল্ট বালাজির ওটিটি প্ল্যাটফর্মে নাকি দেখা যেতে পারে এই ধারাবাহিক।
আরও পড়ুন-বড় পর্দায় বেলা বোস, পরিচালক অঞ্জন দত্ত, বেলার ভূমিকায় কে?