Vicky Jain: সুশান্তের মৃত্যুই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা: অঙ্কিতার স্বামী ভিকি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 01, 2022 | 3:40 PM

Vicky Jain: সুশান্তের মৃত্যু পরবর্তী সময়ে পরিবারের পাশে দেখা গিয়েছিল অঙ্কিতাকেই। এমনকি সুশান্তের পরিবারের লোকেরাও অঙ্কিতার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সে সময়।

Vicky Jain: সুশান্তের মৃত্যুই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা: অঙ্কিতার স্বামী ভিকি
প্রেমিকার প্রাক্তন প্রেমিকের পরিবারের সঙ্গে হৃদ্যতা ঠিক কতটা প্রভাব ফেলেছিল তাঁর মনে।

Follow Us

সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু হতবাক করেছিল গোটা বিশ্বকে। ভেঙে পড়েছিল তাঁর পরিবার। ভেঙে পড়েছিলেন তাঁর কাছের মানুষেরা। আরও একজনও ভেঙে পড়েছিলেন এই আকস্মিক দুঃসংবাদে। তিনি অঙ্কিতা লোখন্ডে– সুশান্তের প্রাক্তন প্রেমিকা। অভিনেতার মৃত্যুর পর সর্বক্ষণ সুশান্তের পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় কিন্তু অঙ্কিতা ছিলেন অন্য সম্পর্কে। তাঁর প্রেমিক বর্তমানে স্বামী ভিকি জৈনের এই গোটা বিষয়ে কী প্রতিক্রিয়া ছিল? সুশান্ত মৃত্যুর প্রায় দেড় বছর পর মুখ খুললেন ভিকি। জানালেন, প্রেমিকার প্রাক্তন প্রেমিকের পরিবারের সঙ্গে হৃদ্যতা ঠিক কতটা প্রভাব ফেলেছিল তাঁর মনে।

ভিকির কথায়, “সুশান্তের মৃত্যুই আমাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। সম্পর্কে এমন একটা মোড় শুধু আমাদের হতবাক করেনি কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকেই। এমন একটা ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।” সুশান্ত সিং রাজপুতের পরিবার ছেলের মৃত্যু পিছনে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছিলেন। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।

সুশান্তের মৃত্যু পরবর্তী সময়ে পরিবারের পাশে দেখা গিয়েছিল অঙ্কিতাকেই। এমনকি সুশান্তের পরিবারের লোকেরাও অঙ্কিতার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সে সময়। অঙ্কিতার সঙ্গে সুশান্তের পরিবারের এই ঘনিষ্ঠতা নিয়েও অবশ্য উঠেছিল প্রশ্ন। এক বড় সংখ্যক জনগণের দাবি ছিল, সুশান্ত কাণ্ডে নাম কেনার জন্যই নাকি তাঁর পরিবারের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা দেখাচ্ছেন অঙ্কিতা। সে সময় ভিকিরও কি তাই মনে হয়েছিল? তাঁর উত্তর, “অনেক মানুষ সে সময় অঙ্কিতাকে ভুল বুঝেছিলেন। ওর যা কর্তব্য ও তো তাই করেছিল। যা দায়িত্ব তাই পালন করেছিল। আর ওর এই সততার জন্যই আমি সব সময় ওর পাশে থেকেছি।”

আর অঙ্কিতা? স্বামীর বক্তব্যে কী তাঁর প্রতিক্রিয়া? তিনি বলেন, “আমি আমার অতীত ভুলে গিয়েছিলাম, আর সেই সময়েই এই ঘটনা। সেই সময়ে আমার প্রয়োজন ছিল। আমি ভিকিকে কিছু বলতে পারছিলাম না। কিন্তু কিছু না বললেও ও যেন ঠিক আমাকে বুঝে গিয়েছিল।” আর এখানেই বোধহয় তাঁদের সম্পর্ক জিতে গিয়েছিল হাজার বাধা বিপত্তি সত্ত্বেও। গত বছর ১৪ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-অঙ্কিতা। হনিমুন পিরিয়ড কাটেনি এখনও, প্রেমেই রয়েছেন তাঁরা।

 

 

আরও পড়ুন- Srabanti Chatterjee: ফের আইনি ঝামেলায় শ্রাবন্তী, অপরাধ প্রমাণিত হলে ৭ বছরের কারাবাস!

 

Next Article