AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঊর্মি এবং সাত্যকির বিয়ে আদৌ হবে কি? সোশ্যাল পোস্টে সাসপেন্স

Annwesha Hazra: বাংলা ধারাবাহিকের সঙ্গে একাত্ম হয়ে যান বহু দর্শক। ফলে ধারবাহিতে বিয়েবাড়ি মানেই তার সেলিব্রেশন শুরু হয় সোশ্যাল ওয়ালেও। এই ধারাবাহিকও ব্যতিক্রম নয়।

ঊর্মি এবং সাত্যকির বিয়ে আদৌ হবে কি? সোশ্যাল পোস্টে সাসপেন্স
অন্বেষার শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 7:25 PM
Share

ঊর্মি এবং সাত্যকিকে চেনেন তো? আজ অর্থাৎ শুক্রবার তো তাঁদের বিয়ে। আপনিও নিমন্ত্রিত। ঠিক ধরেছেন। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের মুখ্য দুই অভিনেতা। আজ মহাপর্বে তাঁদের বিয়ের গল্প সম্প্রচারিত হবে। কিন্তু আদৌ বিয়েটা হবে কি? তেমন ইঙ্গিতই রয়েছে মূল অভিনেত্রী অন্বেষা হাজরার ইনস্টাগ্রাম পোস্টে।

বিয়ের সাজে সাত্যকি তথা ঋত্বিক মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে অন্বেষা লিখেছেন, ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে টুকাই বাবুর বে, বিয়ে করতে এসে শোনে বউ পালিয়েছে।’ চিত্রনাট্য অনুযায়ী একেবারেই বিয়ে করতে রাজি ছিলেন না এই জুটি। কিন্তু বিয়েটা আদৌ হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত সাসপেন্স বজায় রেখেছেন অভিনেত্রী

বাংলা ধারাবাহিকের সঙ্গে একাত্ম হয়ে যান বহু দর্শক। ফলে ধারবাহিতে বিয়েবাড়ি মানেই তার সেলিব্রেশন শুরু হয় সোশ্যাল ওয়ালেও। এই ধারাবাহিকও ব্যতিক্রম নয়। গত কয়েক দিন ধরেই ঊর্মি-সাত্যকির প্রাক বিবাহ পর্বের তোড়জোড়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউন জনিত কারণে প্রায় দু’সপ্তাহ বন্ধ ছিল এই ধারাবাহিক। শুরু হওয়ার পরই তা নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। সে সময় TV9 বাংলাকে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বলেছিলেন, “এটুকু বলতে পারি, ধামাকা আসছে। দর্শক যা আশা করেন, যে এক্সপেকটেশন নিয়ে দেখতে আসেন, তার থেকে বেশি কিছু পাবেন।” সেই ধামাকাই এ বার হাজির।

স্বর্ণেন্দু আরও জানান, লকডাউনজনিত কারণেই তাঁদের এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ রাখতে হয়। প্রথমে শুট ফ্রম হোম শুরু করলেও, পরে তা আর চালিয়ে নিয়ে যাননি এই ধারাবাহিকের কলাকুশলীরা। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাঁরা। শুটিংয়ের অনুমতি পাওয়ার পর ফের কাজ শুরু করেন। সরকারের বেঁধে দেওয়া সব নিয়ম মেনে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করেই শুটিং চলছে বলে জানিয়েছিলেন পরিচালক।

আরও পড়ুন, হারিয়ে গিয়েছেন মাসাবা গুপ্তা! খোঁজ মিলছে না অভিনেত্রীর!