হারিয়ে গিয়েছেন মাসাবা গুপ্তা! খোঁজ মিলছে না অভিনেত্রীর!

Masaba Gupta: ৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা।

হারিয়ে গিয়েছেন মাসাবা গুপ্তা! খোঁজ মিলছে না অভিনেত্রীর!
মাসাবা গুপ্তা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 6:40 PM

সকলে মিলে তাঁকে খুঁজছেন। তিনি অর্থাৎ মাসাবা গুপ্তা। একাধারে ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রীও বটে। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’ দিয়ে তাঁর অভিনয়ে হাতেখড়ি। প্রথম সুযোগেই বাজিমাৎ। কিন্তু সহ অভিনেত্রী, পরিচালক, শুটিং সেটের অন্যান্য সদস্যরা তাঁকে ক্রমাগত খুঁজছেন কেন?

এমন একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন মাসাবা। সেই একই ভিডিয়ো শেয়ার করা হয়েছে নেটফ্লিক্স-এর ইনস্টাগ্রাম পেজেও। আসলে মাসাবা এখন আবার নেটফ্লিক্স-এ হাজির। সঙ্গে ‘মাসাবা মাসাবা সিজন ২’। তার প্রচারে এমন মজার ভিডিয়ো তৈরি করেছেন সকলে।

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

মাসাবা মাসাবা কার্যত মাসাবার জীবনের উপরই তৈরি করা হয়েছে। তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রিয়েল লাইফের মা অর্থাৎ নীনা গুপ্তা। বিতর্ক, প্রেম, মন খারাপ, সাফল্য মাসাবার জীবনে যেমন ভাবে এসেছে, এই সিরিজেও তেমন ভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছিল। ফলে দ্বিতীয় সিজন নিয়ে দর্শকের কৌতূহল থাকবেই। যাঁরা ব্যক্তি মাসাবাকে নিয়ে আগ্রহী, তাঁরা এই সিজন দেখবেনই।

৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা। আগাগোড়া মেয়েকে নিজের কাছে রেখে বড় করেছেন নীনা। মাসাবা বড় হয়ে পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনিংকে বেছে নেন। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। মায়ের কাছে বড় হলেও বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মাসাবার। তাঁর বড় হওয়ার নেপথ্যে মায়ের প্রত্যক্ষ প্রভাব ছিল বটে, তবে বাবার পরোক্ষ প্রভাবের কথা কখনও অস্বীকার করেন না তিনি।

আরও পড়ুন, ইনস্টাগ্রামে মাত্র একজন সেলেবকে ফলো করেন ঐশ্বর্যা! কে তিনি?